সংবাদ পরিবেশন নীতি

2022.02.16

সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পাঠকদের কাছে বস্তুনিষ্ঠ তথ্য ও সংবাদ পরিবেশনই বেনারনিউজের মূল লক্ষ্য। বেনারনিউজ রেডিও ফ্রি এশিয়ার একটি বিভাগ, যা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার (USAGM) বার্ষিক অর্থসহায়তায় পরিচালিত, তবে সম্পাদকীয় নীতির ক্ষেত্রে বেনারনিউজ যুক্তরাষ্ট্র সরকারের নীতিমালা থেকে সম্পূর্ণ স্বাধীন।

সাংবাদিকতার পেশাদার মান ও নিম্নলিখিত নীতিমালা মেনে পাঠকদের কাছে সঠিক সংবাদ পৌঁছে দিতে বেনারনিউজের সংবাদকর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ:

 

  • বেনারনিউজের সংবাদকর্মীরা সব ক্ষেত্রেই নিজেদের কাজের সঠিকত্বের জন্য দায়বদ্ধ। পরিবেশিত প্রতিটি তথ্য ও সংবাদ অবশ্যই সঠিক, সুনির্দিষ্ট ও ভারসাম্যপূর্ণ হতে হবে। সংবাদ প্রকাশের আগে প্রযোজ্য প্রতিটি ক্ষেত্রে মূল সূত্র থেকে তথ্য যাচাই করে নিতে হবে। প্রতিটি সংবাদের প্রাসঙ্গিকতার সময়সীমা পর্যন্ত সে সংক্রান্ত তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজনে হালনাগাদ ও সংশোধন করতে হবে।

  • বেনারনিউজের সংবাদকর্মীরা প্রতিবেদন লেখায় অবশ্যই বিতর্কিত ভাষা ও শব্দ এড়িয়ে নিরপেক্ষ ও পেশাদার বাক্য ও বর্ণনা ব্যবহার করবেন। সব ক্ষেত্রেই সংবাদকর্মীরা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সরকারের পক্ষে-বিপক্ষে প্রচারণা, যুক্তি বা অবমাননাকর শব্দ ও ভাষা এড়িয়ে চলবেন এবং নিরপেক্ষতার সাথে সংশ্লিষ্ট সকল পক্ষের দৃষ্টিভঙ্গি ও মতামত তুলে ধরবেন। দায়িত্বশীল সাংবাদিকতার অংশ হিসেবে, তথ্য-নির্ভর সংবাদ পরিবেশনের বাইরে বেনারনিউজের সংবাদকর্মীরা কখনো কারো পক্ষে-বিপক্ষে নিজেদের মতামত দেবেন না।

  • বেনারনিউজের সংবাদকর্মীরা কখনো কোনো ধরনের সহিংসতা, প্রতিহিংসা বা অভিবাসনকে উৎসাহিত করবেন না। সন্ত্রাসবাদ, চরমপন্থা বা অন্য কোনো ধরনের সহিংসতা সংক্রান্ত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বেনারনিউজের সংবাদকর্মীরা নিজেদের ও অন্যদের সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে সতর্ক থাকবেন। কোনো অবস্থাতেই বেনারনিউজকে কোনো চরমপন্থা বা সন্ত্রাসবাদী হুমকির প্রচারমাধ্যম হিসেবে ব্যবহৃত হতে দেবেন না। বেনারনিউজের জন্য হুমকি হতে পারে, অথবা বেনারনিউজকে এ জাতীয় প্রচারণার মাধ্যম হিসেবে ব্যবহারের ঝুঁকি রয়েছে এমন তথ্য বা সংবাদ প্রকাশের আগে প্রতিবেদক ও সম্পাদকরা অবশ্যই বেনারনিউজের ডেপুটি ম্যানেজিং এডিটর অথবা ম্যানেজিং এডিটরের সাথে পরামর্শ করবেন।

  • বেনারনিউজের সংবাদকর্মীরা কখনো কোনো গুজব, ভুল, অনিশ্চিত বা চক্রান্তমূলক তথ্য প্রকাশ করবেন না। প্রাসঙ্গিক ক্ষেত্রে এ জাতীয় তথ্য প্রকাশ করতে হলে অবশ্যই পরিষ্কারভাবে সেগুলোর সূত্র উল্লেখ করবেন।

  • সম্ভাব্য সব ক্ষেত্রেই সংবাদকর্মীরা প্রতিবেদনের জন্য একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ করবেন। প্রতিটি তথ্যের সূত্র পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। একই বিষয়ে একাধিক তথ্য বা দৃষ্টিভঙ্গি বিদ্যমান থাকলে সেগুলো সূত্রসহ পর্যাপ্ত পরিমাণে পরিবেশন করবেন, যাতে পাঠকরা ওই বিষয়টি সম্পর্কে তথ্যের বৈচিত্র্য ও ভিন্নমতগুলো নিজেরাই বিশ্লেষণের সুযোগ পান। তথ্যদাতার নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে বেনারনিউজের সংবাদকর্মীরা সতর্ক থাকবেন, কোনো তথ্যদাতা নিজের নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক হলে তাঁর সেই ইচ্ছার প্রতি সম্মান দেখাবেন।

  • প্রকাশিত প্রতিবেদন, নিবন্ধ বা অন্য কোনোভাবে প্রচার করা কোনো তথ্যে যদি বেনারনিউজের কোনো সংবাদকর্মী কোনো ভুল করে থাকে, তবে ভুলটি ধরা পড়ার সাথে সাথেই ওই সংবাদকর্মী ও সংশ্লিষ্ট ভাষাভিত্তিক বিভাগ দ্রুততার সাথে ভুল স্বীকার করে সংশোধনী প্রকাশ করবেন। এক্ষেত্রে যতগুলো মাধ্যমে ভুল তথ্য প্রকাশিত হয়েছে, সবগুলো মাধ্যমেই সংশোধনী প্রকাশ করবেন।

  • বেনারনিউজের কোনো প্রতিবেদনে অন্য কোনো মাধ্যম থেকে কোনো তথ্য, সংবাদ বা সাক্ষাৎকার ব্যবহার করা হলে সংবাদকর্মীরা তার পূর্ণ তথ্যসূত্র প্রকাশ করবেন।

  • বেনারনিউজে ব্যবহৃত ছবি, ভিডিও বা অন্য কোনো ধরনের দৃশ্যমান উপকরণের ক্ষেত্রেও সংবাদকর্মীরা বেনারনিউজের সম্পাদকীয় নীতিমালা সম্পূর্ণভাবে মেনে চলবেন।

  • বেনারনিউজ যেসব দেশের সংবাদ পরিবেশন করে, সেসব দেশের কোনো রাজনৈতিক দল, বিরোধী গোষ্ঠী, নির্বাসিতদের সংগঠন, বা ধর্মীয় সংগঠনের পক্ষপাত না করে বেনারনিউজের সংবাদকর্মীরা নিরপেক্ষতা বজায় রাখবেন। কোনোভাবেই তাঁরা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পক্ষপাত করবেন না- যা বেনারনিউজের নিরপেক্ষতা-নীতির সাথে আপোষকামিতা হিসেবে গণ্য হতে পারে। বেনারনিউজের সংবাদকর্মীরা বিশ্বের যে কোনো অঞ্চলের বাসিন্দা বা বংশোদ্ভূত হন না কেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁরা নিজেদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখবেন।

  • বাইরের কোনো লেখকের লেখা কোনো মন্তব্য প্রতিবেদন বা নিবন্ধ প্রকাশের ক্ষেত্রে বেনারনিউজের সংবাদকর্মীরা তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন। পাশাপাশি, নিবন্ধের মতামত যে বেনারনিউজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন নয় বরং লেখকের নিজস্ব; সে বিষয়ে ঘোষণাপত্র যোগ করবেন। তবে সব ক্ষেত্রেই বাইরের লেখকদের লেখা সম্পাদনার অধিকার বেনারনিউজ রাখে।

  • কোনো তথ্যের উৎসব্যক্তি বা সংশ্লিষ্ট কেউ, যারা বেনারনিউজের সংবাদকে প্রভাবিত করতে চান, বেনারনিউজের সংবাদকর্মীরা তাঁদের কাছ থেকে কোনো ধরনের উপহার বা সুবিধা গ্রহণ করবেন না। ক্ষেত্র বিশেষে ২০ মার্কিন ডলার বা তার কম মূল্যমানের উপহার গ্রহণ করা যেতে পারে, তবে অবশ্যই তা সংশ্লিষ্ট সুপারভাইজারকে জানাতে হবে। এক্ষেত্রে উপহারটি গ্রহণ করা যদি সুপারভাইজারের কাছে অনুপযুক্ত মনে হয়, তবে বিনয় ও ব্যাখ্যার সাথে তা ফেরত দিতে হবে।

  • বেনারনিউজের দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটায়, এমন কোনো কাজ বা উদ্যোগ বেনারনিউজের সংবাদকর্মীরা গ্রহণ করতে পারবেন না। যদি কোথাও বক্তব্য দেয়াসহ বাইরের কোনো প্রকাশ্য দায়িত্ব বা কাজে কেউ যুক্ত হতে চান, তবে তাঁকে সংস্থার ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ নীতিমালা অনুযায়ী আগাম অনুমোদন নিতে হবে।

  • বেনারনিউজে কাজ করার সময়, সংবাদকর্মীরা নিজেদেরকে অন্য কোনো গণমাধ্যম, সরকারি বা বেসরকারি সংস্থার পরিচয়ে পরিচিত করাতে পারবেন না।

  • বেনারনিউজের কোনো সংবাদকর্মী প্রতিষ্ঠানের সংবাদ পরিবেশন নীতি ও সম্পাদকীয় নির্দেশাবলী অমান্য করলে তাঁর ওপর চাকরিচ্যুতিসহ শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা প্রযোজ্য হবে।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।