আমাদের মিশন
বেনারনিউজ ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশের পাঠকদের কাছে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের নিরাপত্তা, রাজনীতি ও মানবাধিকার সংক্রান্ত বস্তুনিষ্ঠ তথ্য ও সংবাদ পরিবেশন করে। সাংবাদিকতার কঠোর নীতিমালা মেনে আমাদের প্রতিবেদক ও সম্পাদকরা অন্যান্য মাধ্যমে উপেক্ষিত বা এড়িয়ে যাওয়া সংবাদ ও এশিয়ার ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বৃহৎচিত্র পাঠকদের সামনে তুলে ধরেন।
আমাদের বিশ্বাস, দায়িত্বশীল সাংবাদিকতার অবাধ প্রবাহ বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে একটি অধিকতর শান্তিময়, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বিশ্ব গঠনে সহায়তা করে।