নতুন লগো ও নতুন বিন্যাসে বেনারনিউজ

বেনারনিউজের পরিবর্তন সম্পর্কে ম্যানেজিং এডিটরের ব্যাখ্যা
2022.04.26
নতুন লগো ও নতুন বিন্যাসে বেনারনিউজ
[ছবি: বেনারনিউজ]

প্রিয় পাঠক,

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, অষ্টম বছরে পা দেবার প্রাক্কালে নতুন লগো ও বিন্যাস নিয়ে হাজির হয়েছে বেনারনিউজ।

পাখির যে প্রতীক নিয়ে ২০১৫ সালের মার্চে বেনারনিউজ শুরু হয়েছিল, সেই পাখি এখন আরো আকর্ষণীয় হয়ে সূর্যালোকিত আকাশে উড্ডীয়মান।

শান্তি, মুক্তি, বার্তাবাহক, জলসীমা, ওপর থেকে দেখা ও সীমান্তহীনতাসহ অনেক কিছুরই প্রতীক পাখি। আলো ও উষ্ণতার উৎস সূর্য।

লগোর নতুন এই ধারণা দক্ষিণ চীন সাগর, থাইল্যান্ড উপসাগর ও বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলোতে বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমাদের মিশনেরই প্রতিফলন। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ধারা-১৯ অনুসারে আমরা বিশ্বাস করি, প্রত্যেকেরই বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সীমান্ত নির্বিশেষে যেকোনো গণমাধ্যমের সাথে তথ্য আদানপ্রদানের স্বাধীনতা রয়েছে।

নতুন ওয়েবসাইটে সংবাদ উপস্থাপনার ধরন আরো আকর্ষণীয় করা হয়েছে। পাশাপাশি, ব্যবহারকারীদের জন্যও ওয়েবসাইটকে করা হয়েছে আরো সাবলীল।

সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রেখে বেনারনিউজের প্রতিবেদক-সম্পাদকরা বস্তুনিষ্ঠ ও স্বাধীন সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যান্য মাধ্যমে উপেক্ষিত বা এড়িয়ে যাওয়া সংবাদ ও এশিয়ার ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোকপাত করাই আমাদের লক্ষ্য।

আপনাদের সমর্থন ও মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা আশা করি আমাদের যাত্রায় আপনারাও সঙ্গী হবেন।

 

কেইট বেডাল, ম্যানেজিং এডিটর।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।