আনসার ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় কমান্ডার নিহত, অস্ত্র লুট

ঢাকা থেকে শাহরিয়ার শরীফ
2016.05.13
Ansar-Camp_attack620.jpg কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থীশিবিরে আনসার বাহিনীর শালবন ব্যারাকে হামলার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মে ১৩, ২০১৬।
ফোকাস বাংলা

গভীর রাতে ঘুমন্ত আনসার সদস্যদের ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ওই বাহিনীর একজন কমান্ডার নিহত হয়েছেন। কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে আনসার বাহিনীর শালবন ব্যারাকে শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে।

একই উপজেলায় মাদকব্যবসায়ীদের হামলায় শুক্রবার বিকেলে পাঁচজন সাংবাদিক আহত হয়েছেন। খবর সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সাংবাদিকেরা এই হামলার শিকার হন।

আনসার কমান্ডার নিহত

শুক্রবার ভোররাতে দুর্বৃত্তরা আনসার ক্যাম্পে হামলা চালিয়ে ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করেছে। তবে এ ঘটনার কারণ শুক্রবার রাত পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ।

শরণার্থী ক্যাম্প পুলিশের ওসি মোহাম্মদ কাসেম বেনারকে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা ডাকাতির ঘটনা। দুর্বৃত্তদের ধরতে বিশেষ অভিযান শুরুর কথা জানান তিনি।

নিহত আনসার কমান্ডারের নাম মো. আলী হোসেন (৫৫)। তাঁর বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। এ ঘটনায় আরও কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন।

“রাত দুইটার দিকে ২০-২৫ জন অস্ত্রধারী আমাদের ব্যারাকে হামলা চালায়। এ সময় আমিসহ ওই ব্যারাকে নয়জন ছিলাম। সবাই ঘুমিয়ে থাকায় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা হামলা করে,” ​টেলিফোনে বেনারকে জানান আনসার সদস্য অজিত বড়ুয়া।

তিনি জানান, কমান্ডার আলী হোসেনের চিৎ​কারে তাঁর ঘুম ভাঙে। এরপর তাঁর কক্ষের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাঁকেসহ অন্যদের বেঁধে ফেলে। এরপর সহকর্মীদের অস্ত্র লুট করে।

জেলার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ স্থানীয় সাংবাদিকদের জানান, “রোহিঙ্গা শরণার্থী শিবিরের পশ্চিমের পাহাড়ে ডাকাতদের আস্তানা থাকার কথা জানা গেছে। জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশ ওই পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে।”

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৌখিন মোড় এলাকায় নিহত কমান্ডার আলী হোসেনের বাড়ি। টাঙ্গাইলের স্থানীয় একজন সাংবাদিক টেলিফোনে ​বেনারকে জানান, শুক্রবার ওই বাড়ি গিয়ে তিনি নিহতের স্ত্রী ও দুই ছেলেমেয়ের প্রলাপ ​করতে দেখতে পান।

আলী হোসেনের (৫৫) একমাত্র মেয়ে সোমা আক্তার গত বৃহস্পতিবার কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

“বাবা আমার পরীক্ষার ফল শুনে খুব খুশি হয়েছিলেন। ছুটি নিয়ে বাড়ি আসার কথা বলেছিলেন। বাবা বাড়ি আসছেন, তবে লাশ হয়ে,” কেঁদে কেঁদে ওই সাংবাদিককে এ কথা বলছিলেন সোমা।

তিনি জানান, সোমার ভাই শওকত আলী সুজন এবার সরকারি মুজিব কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে।

পাঁচ সাংবাদিকের ওপর হামলা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ডের পর  বিকেলে তিনটি বেসরকারি টেলিভিশনের পাঁচজন সাংবাদিককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের অভিযোগ, সংবাদ সংগ্রহ করতে গেলে এক ইয়াবা ব্যবসায়ীর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী এ হামলা করে। হামলাকারীরা তাঁদের ভিডিও ক্যামেরা কেড়ে নেয়। তাঁদের বহনকারী মাইক্রোবাসটিও ভাঙচুর করে।

আহতরা হলেন; সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজাউদ্দিন রুবেল ও ভিডিওচিত্র গ্রাহক ফরাজ উদ্দিন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌফিকুদ্দিন লিপু ও ভিডিওচিত্র গ্রাহক মো. শরীফ এবং একাত্তর টেলিভিশনের ভিডিওচিত্র গ্রাহক বাবু।

“তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নূরুল হক ভুট্টোর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী আমাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছে,” হাসপাতালে সাংবাদিকদের জানান আহত সুজাউদ্দিন রুবেল।

তিনি জানান, “আমরা টেকনাফ উপজেলা সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় ইয়াবার বিস্তার নিয়ে প্রতিবেদন করতে গিয়েছিলাম।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।