লিবিয়ায় বাংলাদেশিসহ নয়জনকে অপহরণ আইএসের


2015.03.09

সর্বশেষ আপডেটঃ ৯-৩০ সকাল ইস্টার্ন টাইম,২০১৫, মার্চ ১০

লিবিয়ার সিরতে শহরে দুই বাংলাদেশিসহ নয়জন বিদেশিকে অপহরণ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা। আজ সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, ৬ মার্চ লিবিয়ার দক্ষিণাঞ্চলের সিরতে শহরে এ ঘটনা ঘটে। ওই দিন বন্দুকধারী আইএস জঙ্গিরা সেখানকার আল ঘানি তেলখনিতে হামলা চালায়। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার আগে জঙ্গিরা ১১ জন নিরাপত্তা-কর্মীকে হত্যা করে। এর মধ্যে কয়েকজনের শিরশ্ছেদ করা হয়। সেখান থেকে এক বাংলাদেশি ও আরও আটজন বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে যায় জঙ্গিরা।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রথমে জানা গিয়েছিলো অপহৃত বাংলাদেশির নাম হেলাল উদ্দিন। তাঁর পাসপোর্ট নম্বর বি-০১৫৬৫৫৩। তাঁর বাড়ি জামালপুর জেলায়। পরে বাংলাদেশ দূতাবাস জানায়,আরো একজন বাংলাদেশিকে অপহরণ করা হয়েছে, তার নাম আনোয়ার হোসেন, পাসপোর্ট নম্বর এ-ই ৩৬৩০৭৫৪, তার বাড়ি জামালপুরে। অপহৃত হেলাল উদ্দিন ও আনোয়ার হোসেনের বিষয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আল ঘানি তেল কোম্পানির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে। আনোয়ার হোসেনকে প্রথমে সুদানের নাগরিক মনে করা হয়েছিলো।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আইএস-এর হাতে এটাই বাংলাদেশিদের অপহরণের প্রথম ঘটনা।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।