জঙ্গি অর্থায়নের সম্পর্ক খুঁজে বের করার নির্দেশ দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর


2015.03.30
BD-islamist জঙ্গিদের অর্থায়নের সঙ্গে কেউ জড়িত কিনা, সকল বাণিজ্যিক ব্যাংককে তদন্ত করে দেখতে বলেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। ছবিঃ ১১ অক্টোবর,২০১৪
এএফপি

জঙ্গিদের অর্থায়নের সঙ্গে কেউ জড়িত কিনা, সকল বাণিজ্যিক ব্যাংককে তদন্ত করে দেখতে বলেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কোনো সংস্থা জড়িত থাকলে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়া হবে বলে তিনি সতর্ক করে দেন।খবর রয়টারের।

গভর্নর আতিউর রহমান শনিবার বলেন, ইসলামিক স্টেট (আইএস) ইরাকে ও সিরিয়ায় তৎপরতা বাড়িয়ে দিয়েছে তারা এই অঞ্চলের দেশগুলিতে তাদের কার্যক্রম চালানোর চেষ্টা করছে।বাংলাদেশে জঙ্গিদের সহিংসতার হুমকিও বেড়ে চলেছে।তিনি রয়টারকে বলেন, “বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিটকে আমি বলে দিয়েছি, সকল ব্যাংকে যাতে তারা তদন্ত করে দেখে সন্ত্রাসী কিংবা জঙ্গিদের অর্থায়নের সঙ্গে কেউ জড়িত কিনা”।

বাংলাদেশে ইতোমধ্যে ইসলামিক স্টেটের তৎপরতা লক্ষনীয়। গত সপ্তাহে নিষিদ্ধ ঘোষিত জামা’তুল মুজাহেদীন বাংলাদেশের আঞ্চলিক কমান্ডারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের সূত্র বলছে, তারা আইএসের সহযোগিতায় বাংলাদেশে ইসলামিক স্টেট গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।

জানুয়ারিতে পুলিশ ঢাকায় আঞ্চলিক কমান্ডার সহ ৪ জন সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেফতার করে। জিজ্ঞাশাবাদে পুলিশকে সে জানায়, তারা পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে।

সকল ব্যাংকের টাকা পাচার প্রতিরোধ কর্মকর্তাদের সঙ্গে একটি মিটিং-এর পর আতিউর রহমান রয়টারকে আরো বলেন, “ আমি তাদেরকে বলেছি, গ্রাহকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে এবং তাদের ট্রাঞ্জেকশন মনিটর করতে হবে”। তিনি আরো বলেন, “ যদি কোনো ব্যাংকের সাথে এই ধরনের কার্যক্রমের সম্পর্ক খুঁজে পাওয়া যায়, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে”। এই রকম সম্পর্কে দেখা গেলে সেই ব্যাংকের সব কার্যক্রম বন্ধ করে দেয়া হবে এছাড়াও জরিমানা ও জেলে দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি পুলিশের বিশেষ বাহিনী চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে জঙ্গিদের গোপন আস্তানায় ২ দফা অভিযান চালিয়েছে, যারা দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার পরিকল্পনা করছিলো। এই অভিযানে বেশ কয়েকজনকে গ্রেফতার ও বিস্ফোরক এবং বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়।


মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।