হুমকি, হত্যা ও গ্রেপ্তার চলছেই নাগরিকরা চরম অস্বস্তিতে

ঢাকা থেকে শাহরিয়ার শরীফ
2015.11.30
BD-jmb জেএমবির চার সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), যাঁদের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ থাকার কথা জানিয়েছে পুলিশ।
বেনার নিউজ

আনসার আল ইসলামের নামে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ আট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। দেশের বিশিষ্ট নাগরিকদের হুমকির ধারাবাহিকতায় গতকাল সোমবার এমন ঘটনায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।    

এদিকে গতকালই রাজধানীর বিমানবন্দর ও খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে জেএমবির চার সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), যাঁদের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ থাকার কথা জানিয়েছে পুলিশ।

গত প্রায় দুমাস ধরে একের পর এক নৃশংস ঘটনায় বিদেশি নাগরিক, পুলিশ সদস্য, শিয়া সম্প্রদায়ের লোকজনসহ বিভিন্ন শ্রেণি–পেশা ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষ হতাহত হচ্ছেন। কিন্তু এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি নেই।


আট ব্যক্তিকে হত্যার হুমকি

আনসার আল ইসলামের চিঠিতে প্রতিমন্ত্রী ছাড়াও রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মিজানুদ্দিন, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান আবুল হায়াত ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার হুমকি পেয়েছেন।

আনসার আল ইসলাম (আল-কায়দা ভারতীয় উপমহাদেশ) নামে ওই সংগঠনের বরাত দিয়ে রাজশাহীর স্থানীয় সানশাইন পত্রিকার কার্যালয়ে গতকাল এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে আটজন বিশিষ্ট ব্যক্তির নাম লেখা হয়েছে। শেষে ‘মূলকথা’ শিরোনাম দিয়ে লেখা হয় “আল্লাহ ও রাসূলের দ্বীনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন এবং আল্লাহ নয়, অন্য কারও কাছে নতি স্বীকার করেছে, তারা আমাদের টার্গেট। সাধারণ কোনো মুসলমান আমাদের টার্গেট নয়।”

চিঠির নিচে আনসার আল ইসলাম (আল-কায়দা ভারতীয় উপমহাদেশ) প্রধান হিসেবে মুফতি আবদুল্লাহ আশরাফ ও রাজশাহী অঞ্চলের স্থানীয় প্রধান নির্দেশক হিসেবে রাজশাহী কলেজের শিক্ষক হবিবুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও চিঠির খামে প্রেরক হিসেবে অধ্যাপক আবু সিদ্দিকের নাম ব্যবহার করা হয়েছে।

“জাতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, মানুষকে নির্লিপ্ত থাকলে চলবে না,” বেনারকে জানান দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, যিনি এর আগেও হুমকি পেয়েছেন।

জানতে চাইলে রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার বলেন, এগুলো মিথ্যাও হতে পারে। তবে সত্য হোক আর মিথ্যা হোক এগুলোকে কম গুরুত্ব দিয়ে দেখার সুযোগ নেই।


শিয়া মসজিদে ইমাম হত্যায় অগ্রগতি নেই

বগুড়ায় শিয়া মসজিদে বন্দুকধারীদের হামলার ঘটনায় গত বুধবার মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৫৮) নিহত হন। আহত বাকি তিনজনের মধ্যে মসজিদের ইমাম শাহীনুর রহমান, মুসল্লি আবু তাহের এবং আফতাব আলীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আফতাব ছাড়া অন্যরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। গুলিবিদ্ধ ইমাম শাহীনুর রহমানকে (৫৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ওই হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার বা বিচারে এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি নেই।


চার জেএমবি সদস্য আটক

রাজধানীর বিমানবন্দর ও খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন জেএমবির চার সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইদ্রিস শেখ, মকবুল শরিফ, মো. সালাম ও মোস্তফা জামান। ডিএমপির মিডিয়া সেন্টারে তাঁদের নিয়ে গতকাল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৬টি জঙ্গিবাদ-বিষয়ক বই, তিনটি পাসপোর্ট, গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত (স্পাই) একটি মোবাইলসহ পাঁচটি মোবাইল ফোনসেট, চার হাজার পাকিস্তানি মুদ্রা, দেড় হাজার ভারতীয় মুদ্রা, এক হাজার ৩০০ বাহরাইনের মুদ্রা ও এক হাজার ৬০০ জর্ডানের মুদ্রা পাওয়া গেছে।

“গ্রেপ্তার ইদ্রিস শেখ ১৯৮৫ সালে ভারত হয়ে পাকিস্তানে যান। পাঁচ বছর পর তিনি এক পাকিস্তানি মেয়েকে বিয়ে করে পাকিস্তানের নাগরিকত্ব পান। ২০০২ সালে পাকিস্তানে ‘পাক-মুসলিম অ্যালায়েন্স’ নামে একটি রাজনৈতিক দলের পক্ষে সেখানে জাতীয় নির্বাচনে প্রার্থী হয়ে তিনি পরাজিত হন,” জানান ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

মনিরুল বলেন, ২০০৪ সালে ইদ্রিস সম্ভবত পাকিস্তানি পাসপোর্টসহ র‍্যাবের হাতে একবার গ্রেপ্তার হয়েছিলেন। ২০০৭ সালে বাংলাদেশে এসে ইদ্রিস নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য হিসেবে কাজ শুরু করেন। তিনি ৪৮ বার বাংলাদেশ থেকে পাকিস্তানে যাতায়াত করেছেন।

মহানগর পুলিশের ওই যুগ্ম কমিশনার আরও বলেন, ইদ্রিস শেখের সঙ্গে একটি বিদেশি দূতাবাসের কর্মকর্তা ও একটি বিদেশি গোয়েন্দা সংস্থার যোগাযোগের দালিলিক প্রমাণ পাওয়া গেছে। ইদ্রিসের কাছ থেকে গোয়েন্দা (স্পাই) মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। সেটি দিয়ে বাংলাদেশ থেকে তথ্য আদান-প্রদান করা হতো।

ওই মোবাইল দিয়ে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা ও তথ্য রেকর্ড করা হতো, পরে তা ওই মোবাইল ফোন থেকেই সরাসরি বিদেশি সংস্থার কাছে চলে যেত। এ ছাড়া বিদেশি দূতাবাসের এক নারী কর্মকর্তার সঙ্গে ইদ্রিসের ভালো যোগাযোগ ছিল বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

গ্রেপ্তার মকবুলের ব্যাপারে মনিরুল বলেন, মবকুলও ১৯৮৫ সালে ভারত থেকে পাকিস্তানে যান। তিনিও অনেকবার পাকিস্তানে যাতায়াত করেছেন। পাকিস্তানে অবস্থানকারী রোহিঙ্গা নেতা আবদুল কুদ্দুস বর্মির সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। তিনি রোহিঙ্গাদের আরাকানে জঙ্গি তৎপরতায় অর্থসহায়তা করেন। এ ছাড়া আদম পাচারের সঙ্গে মকবুলের সংশ্লিষ্টতা রয়েছে।

মো. সালামের ব্যাপারে এই কর্মকর্তা বলেন, তিনি বাংলাদেশে বিহারি ক্যাম্পে বসবাস করেন। তাঁরও পাকিস্তানে যাতায়াত রয়েছে। আর মোস্তফা জামান পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ট্রাফিক পরিদর্শক। তিনি একজন বাংলাদেশি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কারাগারে বন্দী জেএমবির আমির সাইদুর রহমানের সঙ্গে গ্রেপ্তার ওই চারজনের যোগাযোগ ছিল। তাঁরা জাল মুদ্রা ভারতে পাচার করেন। সেখান থেকে অর্জিত অর্থ নিজেরা খরচ করেন। বাকি টাকা জঙ্গি কর্মকাণ্ডে দিয়ে থাকেন।

তাঁদের উদ্দেশ্য ছিল, দেশে নাশকতার ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রত করা। এ ঘটনায় বিমানবন্দর থানায় দুটি ও খিলগাঁও থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানায়।

বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় জেএমবির তিন সক্রিয় সদস্যের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন ইদ্রিস শেখ, মোহাম্মদ সালাম ও মকবুল শরীফ।


কুনিও হোশি হত্যায় তিনজন রিমাণ্ডে

জাপানি নাগরিক কুনিও হোশি হত্যায় জড়িত সন্দেহে চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক করা তিনজনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়। পরে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউল আলম রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় গ্রেপ্তার অন্য দুই আসামি কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির ওরফে হিরা ও রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লবের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।


তাবেলা সিজার হত্যায় দুজনের জবানবন্দি

রাজধানী ঢাকার গুলশানে তাবেলা সিজার নামের এক ইতালীয় নাগরিক হত্যা মামলায় গতকাল সোমবার আদালতে দুজন সাক্ষী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই দুজন হলেন তিশা ও আবুল কালাম।

গতকাল ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এই দুই সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। আদালত সূত্র জানিয়েছে, তিশার বাসায় মামলার অন্যতম আসামি ভাগনে রাসেলের যাতায়াত ছিল। আবুল কালাম ভবঘুরে লোক। এই দুই সাক্ষী মামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আদালতকে জানিয়েছেন।


তিন জেএমবি সদস্য রিমান্ডে

পৃথক দুটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)তিন সদস্যের প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার পৃথক দুই মহানগর হাকিম ইমদাদুল হক ও অমিত কুমার দে এই আদেশ দেন।

হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় করা মামলায় জেএমবির সক্রিয় সদস্য মাসুদ রানার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে চকবাজার থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা অপর একটি মামলায় জেএমবির শীর্ষ নেতা নূরুজ্জামান ও আবুল কালাম আজাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।