বাঘ বাঁচাতে প্রচারাভিযান, বাঘের জন্য কোটি টাকা বরাদ্দ

ঢাকা থেকে শাহরিয়ার শরীফ
2016.02.05
BD-tiger বিশ্বে এখন মাত্র ৩ হাজার ২০০ বাঘ রয়েছে। এর মধ্যে বাংলাদেশের সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আছে ১০৬টি।
ফোকাস বাংলা

দেশের ১০৬ টি বাঘ বাঁচাতে শুধু প্রচারের জন্য ১১২ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার, যা পর্যলোচনা করে বিশেষজ্ঞরা বলছেন একটি বাঘের জন্য  এক কোটি টাকার বেশি খরচ হবে।

‘বাঘ আমাদের গর্ব-বাঘ সুরক্ষা করব’- এই স্লোগান নিয়ে  দেশের ১০০টি স্থানে ঘুরে বেড়াবে একটি বাস, যার লক্ষ্য সুন্দরবন ও বাঘ রক্ষায় সচেতনতা তৈরি করা। ‘টাইগার ক্যারাভ্যান’  নামের এই অভিযান  ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে দুই বছর।

বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ওই কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রধান বন সংরক্ষক ইউনুস আলী জানান,  ইউএসএইড ও বন বিভাগের যৌথ আয়োজনে এই প্রচারাভিযান বাস্তবায়ন করবে বেসরকারি সংগঠন ওয়াইল্ডটিম।

টাইগার ক্যারাভ্যান পথনাটকসহ নানা আয়োজনে মানুষের মধ্যে বাঘ রক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করবে। দেশের নামকরা চিত্রশিল্পীরা বাঘ বিষয়ে চিত্র আঁকবেন ও শিল্পীরা বাঘ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম করবেন।

এ ছাড়া ওই ক্যারাভান এর অংশ হিসেবে বাঘ বিষয়ে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। টাইগার ক্যারাভ্যানটি বাঘের মতো দেখতে একটি বাস, যা হবে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন। এর মধ্যে ওয়াইফাই সুবিধা থাকবে। বাসটি যে এলাকায় যাবে সেই এলাকার মানুষ এই ওয়াইফাই সুবিধা ব্যবহার করতে পারবে।

“ক্যারাভান বাঘ বিষয়ে চলচিত্র, অ্যাপস, কার্টুনসহ নানা ধরনের প্রচার কাজ চালাবে,“  টাইগার ক্যারাভ্যান এর সমন্বয়কারী নাসির উদ্দিন  ।

“বিশ্বে এখন মাত্র ৩ হাজার ২০০ বাঘ রয়েছে। এর মধ্যে বাংলাদেশের সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আছে ১০৬টি। এই বাঘ রক্ষায় জনসচেতনতা তৈরিতেই এই ক্যারাভ্যান করা হচ্ছে,“  বেনারকে জানান প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী বলেন।

ওয়াইল্ডটিমের প্রধান নির্বাহী অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, “বাঘ না থাকলে আমাদের নতুন একটি জাতীয় প্রাণী খুঁজতে হবে। আমরা বাংলার বাঘ বলতে পারব না। আমাদের জাতীয় ক্রিকেট দলের প্রতীকও বাঘ। তাই বাঘ রক্ষায় আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে।“

“বাঘ নিয়ে সচেতনতা সৃষ্টি  করতে হবে-এতে কোনও আপত্তি  নেই। কিন্তু প্রতি বাঘের জন্য বরাদ্দের সুষ্ঠু ব্যবহার যেন হয়। এই বিপুল টাকা খরচের পর সচেতনতা  কতটা  বাড়ল এবং পরিবেশ ও বাঘের ওপর এর প্রভাব কতটা পড়ল তার সুষ্ঠু মূল্যায়ন হওয়া দরকার,“  বেনারকে জানান বিশিষ্ট প্রাণী বিশেষজ্ঞ শরীফ খান।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।