ধর্ষক সন্দেহে খুনের জের নাগাল্যান্ডে ৪২ জন আটক, কারফিউ শিথিল

বেনার নিউজ
2015.03.10
Ind-rape নাগাল্যান্ডের ডিমাপুরে জারি করা কারফিউ শিথিল করা হলে লোকজন বাজার করছে।
এএফপি

ধর্ষণে অভিযুক্তকে খুন করার অভিযোগে নাগাল্যান্ডের ডিমাপুরের পুলিশ রবিবার পর্যম্ত ৪২ জনকে গ্রেপ্তার করেছে৷‌

ঘটনার সময়ে মোবাইলে তোলা ভিডিও-র ভিত্তিতে শনিবার (৭ মার্চ) রাত থেকে গ্রেপ্তারি শুরু হয়৷‌
পাশাপাশি নাগাল্যান্ডে ইন্টারনেট এবং এস এম এস৷‌এম এম এস পরিষেবা ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখে রাজ্য সরকার৷‌ ইন্টারনেটে সৈয়দ ফরিদ খানকে পাথর মেরে, পিটিয়ে খুন করার ভিডিও আপলোড করা হচ্ছে দেখে শনিবার রাতে এই নির্দেশ দেয় সরকার৷‌ তবে কারফিউ শিথিল করা হয়েছে।

নিহতের দেহ এদিন সকালে আসামের করিমগঞ্জ জেলায় তাদের পৈতৃক গ্রাম বোসলায় কবর দেওয়া হয়৷‌ বহু লোক শেষকৃত্যে যোগ দেন৷‌ ছিল কড়া নিরাপত্তা ব্যবস্হা৷‌ এভাবে তাকে খুন করার প্রতিবাদে নানা জায়গাতেই সভা, মিছিল হচ্ছে৷‌ আসামের বরাক উপত্যকার ৩ জেলায় এদিন ১২ ঘণ্টার বন‍্ধের ডাক দেয় বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সমাজসেবী সংস্হা৷‌ রবিবার হওয়ায় এমনিতেই সব শিক্ষা প্রতিষ্ঠান, অফিস এবং ব্যাঙ্ক বন্ধ ছিল৷‌ তার পরে বন‍্ধের ডাকে পথঘাট একেবারে শুনশান হয়ে যায়৷‌

এদিকে ধর্ষিতার ডাক্তারি রিপোর্ট নিয়ে এখনও মুখ খোলেনি পুলিস বা রাজ্য সরকার৷‌ নিহত খানের ভাই অভিযোগ করেছেন, ডাক্তারি রিপোর্টে নাকি ধর্ষণ প্রমাণিত হয়নি৷‌ ডিমাপুরে সৈয়দ ফরিদ খানের সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসা ছিল৷‌ এক আদিবাসী নাগা কলেজ ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে ২৫ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে পুলিশ৷‌

আদালতে তোলার পর বিচারক তাকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন৷‌ কিন্তু ৫ মার্চ, দোলের দিন, প্রায় হাজার দুই মানুষ তাকে ডিমাপুর সেন্ট্রাল জেল থেকে টেনে বের করে পাথর মেরে খুন করে৷‌ অভিযোগ উঠেছে, কারারক্ষীরাই নাকি যোগসাজশ করে বিক্ষোভকারীদের জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল৷‌ যদিও পুলিশ অভিযোগ অস্বীকার করেছে৷‌ এর মধ্যেই ডিমাপুরের জনহত্যাকে সমর্থন করে নতুন বিতর্ক তৈরি করেছেন মধ্যপ্রদেশের বি জে পি বিধায়ক ঊষা ঠাকুর৷‌ ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসিতে ঝোলান দরকার, তাদের শেষকৃত্যও করা উচিত নয়৷‌ বলেছেন বিধায়ক৷‌ আম্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠানে ধর্ষণের মতো অপরাধে আরও কড়া আইন দাবি করে তাঁর মম্তব্য, মহিলাদের বিরুদ্ধে অপরাধীদের মানবাধিকার নিয়ে ভণ্ডামি করছেন কয়েকজন৷‌

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।