মঙ্গলবার থেকে পবিত্র মাহে রমজান শুরু

বেনার নিউজ স্টাফ,ঢাকা
2016.06.06
Ramadan-BD620.jpg পবিত্র রমজান মাসের চাঁদ দেখার খবর শোনার পরই রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তারাবি নামাজ শুরু হয়। জুন ৬, ২০১৬।
ফোকাস বাংলা

বাংলাদেশের আকাশে সোমবার ১৪৩৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৭ জুন মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আগামী ২ জুলাই শনিবার দিবাগত রাতে সারা দেশে পালন করা হবে পবিত্র শবে কদর।

জাতীয় চাঁদ দেখা কমিটি গতকাল সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানায়। তার আগে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়য়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

রমজান মাসে মুসলিমরা খুব ভোরে জেগে উঠেন এবং সুবহে সাদিকের পূর্বে তাঁদের খাবার গ্রহন করেন; অতঃপর সন্ধ্যার মাগরিবের আযান ধ্বনিত না হওয়া পর্যন্ত তাঁরা সকল প্রকার খাদ্য ও পানীয় গ্রহন থেকে বিরত থাকেন।

রমজানের রোজা মুসলিমদের পাঁচটি অবশ্যকরনীয় কর্তব্যের একটি।অসুস্থ ও দুর্বল ব্যতিত সকল মুসলিম উম্মার জন্য এই মাসে রোজা রাখা ফরজ।

সোমবার ইসলামের একজন বিশিষ্ট চিন্তাবিদ মাউলানা ফরিদ উদ্দিন মাসুদ বেনারকে বলেন, “রমজানের মূলশিক্ষা হচ্ছে নিজেকে সংযত রাখার অনুশীলন করা।একজন ক্ষুধার্ত মানুষ সামনে খাবার থাকা সত্ত্বেও তা গ্রহন থেকে নিজেকে সংযত রাখেন যতক্ষণ না আল্লাহ্ তাঁকে অনুমতি দেন মাগরিবের আযান ধ্বনিত হওয়ার মধ্য দিয়ে”।

জনাব মাসুদ বলেন,“কেবলমাত্র নিজেকে সংযত রাখার এই চর্চার মাধ্যমে আমরা মানুষেরা অনেক ধরনের অনিষ্টকরন ও সমস্যা থেকে মুক্তি পেতে পারি”। তিনি আরও বলেন,এছাড়া রোজা ধনী ব্যক্তিদের ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করার শিক্ষা দেয়।

মাসব্যাপি সিয়াম সাধনের পর আসে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল-ফিতর।এইদিন সকালে মুসলমানরা নতুন কাপড় পরে প্রার্থনার জন্য ঈদগাহের দিকে রওনা হন। ঘরে ঘরে এইদিন বিশেষ রান্নার আয়োজন হয়।মুসলমানরা  দিনটি পরিবার-পরিজন,আত্মীয়-অনাত্মীয়, বন্ধু, প্রতিবেশিদের নিয়ে আনন্দ উৎসবের মধ্যদিয়ে উৎযাপন করেন।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।