১৬ ঘণ্টার ব্যবধানে বান্দরবানে ৩ ব্যাংকে ডাকাতি
2024.04.03
ঢাকা ও কক্সবাজার
মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে পার্বত্য জেলা বান্দরবানের তিনটি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ব্যাংকের টাকা এবং পুলিশ ও আনসার বাহিনীর অস্ত্র লুট করেছেন ডাকাত দলের সদস্যরা।
এতে পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বান্দরবান জেলা পুলিশের কর্মকর্তা আব্দুল করিম জানান, মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার দুপুর ১টার মধ্যে জেলার দুটি প্রত্যন্ত এলাকায় এই ডাকাতির ঘটনাগুলো ঘটেছে।
তিনি সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে প্রায় ১০০ জনের একটি দল রুমা এলাকায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক শাখায় প্রবেশ করে কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যদের জিম্মি করে তাদের অস্ত্র ও ব্যাংকের নগদ টাকা লুট করে।
"এটি রাতের অন্ধকারে ঘটেছে এবং সেখানে বিদ্যুৎ ছিল না, তাই আমাদের বাহিনী কিছু করতে পারেনি,” যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে লুট হওয়া নগদ টাকার পরিমাণ জানা যায়নি, তবে পাঁচটি মেশিনগান, আটটি চাইনিজ রাইফেল, চারটি শটগান এবং ৪৫০ রাউন্ড গুলি খোয়া গেছে।
রুমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উহ্লামং মারমা সাংবাদিকদের বলেন, ডাকাতির সময় ব্যাংকের কর্মকর্তা, নিরাপত্তা রক্ষীসহ অন্তত ২০ জনকে মারধর করা হয়। অপহরণ করা হয় ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে।
রুমা উপজেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানান এই জনপ্রতিনিধি।
রুমা উপজেলার পর বুধবার দুপুরে থানচি উপজেলায় সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা করে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। তাঁরা বাজার ঘেরাও করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
বুধবার দুপুর ১টার দিকে ডাকাতির চেষ্টা হয় উল্লেখ করে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, “চাঁদের গাড়িতে করে সন্ত্রাসীরা গুলি করতে করতে বাজার এলাকায় প্রবেশ করে। এরপর থানচি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ভেতরে ঢুকে ডাকাতির চেষ্টা করে।”
তিনি আরও জানান, এ ঘটনায় সেনাবাহিনী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী কাজ করছে।
সন্দেহের তীর কেএনএফের দিকে
বান্দরবানে ব্যাংক ডাকাতির প্রসঙ্গে বুধবার ঢাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি বলেন, “ব্যাংক ডাকাতির ঘটনায় যা যা করণীয়, সবই করছে সরকার। এ ঘটনায় কুকি-চিন নামে একটি সংগঠন জড়িত বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।”
পুলিশ মহাপরিদর্শকের নেতৃত্বে একটি টিম সেখানে রয়েছে জানিয়ে তিনি বলেন, তারা সার্বিক দিক খতিয়ে দেখছে।
“আমরা হঠাৎ করে শুনলাম বান্দরবানে ব্যাংক ডাকাতির প্রচেষ্টা হয়েছে। আমাদের কাছে যা তথ্য এসেছে কুকি-চিন; এই গ্রুপটি আগেও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আঁতাত করে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল। র্যাব ও আর্মি সেই ঘাঁটি সরিয়ে দিয়েছিল,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “ইদানীং আমরা দেখছিলাম, এই কুকি-চিন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছিল। রুমার ঘটনায় এ পর্যন্ত আমরা যা শুনেছি, সোনালী ব্যাংকে ঢোকার আগে তারা বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করে। তারপর তারা সোনালী ব্যাংকের দিকে অগ্রসর হয়।”
বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা ও লুটের ১৬ ঘণ্টার মাথায় বুধবার দুপুরে থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির পেছনেও কেএনএফ জড়িত বলে পুলিশের ধারণা।
এদিকে, বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
মঙ্গলবার রাতে সোনালী ব্যাংকে হামলা ও ডাকাতির ঘটনার পর বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান আইজিপি।
থানচির উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন জানিয়েছেন, ডাকাতরা সোনালী ও কৃষি ব্যাংকের ভল্ট খুলতে পারেনি।
তিনি বেনারকে বলেন, “এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, সোনালী ব্যাংক থেকে প্রায় ১৫ লাখ এবং কৃষি ব্যাংক থেকে প্রায় দুই লাখ ৪৫ হাজার টাকা নিয়ে গেছে ডাকাতরা। ডাকাতরা ব্যাংকের ভল্ট খুলতে পারেনি। তারা কাউন্টারে রাখা ও গ্রাহকদের উত্তোলন করা টাকা নিয়ে গেছে। ভীতি সৃষ্টি করতে ডাকাতরা ব্যাংকের ভেতরে ব্যাপক গুলি করেছে।”
নিরাপত্তাজনিত কারণে বান্দরবান সদর শাখা ছাড়া থানচি, রুমা, রোয়াংছড়ি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনালী ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার সোনালী ব্যাংক চট্টগ্রাম উত্তর বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. মুসা খান তথ্যের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মঙ্গলবার ও বুধবারের ঘটনায় নিরাপত্তাজনিত কারণে সাময়িক সময়ের জন্য বান্দরবানের সদর শাখা ছাড়া সব উপজেলার সোনালী ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
খোঁজ মেলেনি ব্যাংক ব্যবস্থাপকের
মঙ্গলবার রাতে ব্যাংক ডাকাতির সময় রুমা শাখার ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় ডাকাতরা।
বুধবার সন্ধ্যা পর্যন্ত এই ব্যাংক কর্মকর্তার খোঁজ মেলেনি।
নেজাম উদ্দিনকে অক্ষত উদ্ধার এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার দাবিতে বুধবার সকাল ১১টার দিকে মানববন্ধন কর্মসূচি পালন করে রুমা উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী পরিষদ।
রুমা উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি সুকান্ত দেব সাংবাদিকদের বলেন, “আমরা চরম আতঙ্কের মধ্যে আছি।”
থানচির স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিটু বেনারকে বলেন, “বান্দরবানজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সরকারি লোকজনের পাশাপাশি স্থানীয় লোকজন ভয়-ভীতির মধ্যে রয়েছে।”
এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে তিনি বলেন, “এখানে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।”
বান্দরবানে বিদ্রোহী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ২০২৩ সালের মে মাসে একটি বিস্ফোরণ ঘটিয়ে দুই সেনা সদস্যকে হত্যা করে আলোচনায় আসে।
বান্দরবান জেলা পার্বত্য চট্টগ্রামের অংশ, যেখানে ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার ও বিদ্রোহীদের মধ্যে একটি শান্তি চুক্তি হওয়ার আগ পর্যন্ত স্বায়ত্তশাসনের জন্য সেখানকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা ১৯৮০ ও ১৯৯০ সালে সশস্ত্র বিদ্রোহ করেছিল।
গত বছরের জুলাই মাসে কুকি-চিন ন্যাশনাল আর্মির সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছিল বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। কিন্তু সেই আলোচনা খুব বেশি অগ্রসর হয়নি।