পদ্মা সেতুর নাট খুলে ভিডিও: গ্রেপ্তার বায়েজিদ রিমান্ডে
2022.06.27
ঢাকা
পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও আপলোড করে গ্রেপ্তার হওয়া মো. বায়েজিদ তালহার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে শরীয়তপুরের একটি আদালত।
আদালতের কোর্ট পরিদর্শক মো. জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশের আবেদনের প্রেক্ষিতে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সালেহুজ্জামান সোমবার আসামি বায়েজিদকে (৩১) সাত দিন পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন রোববার রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়িয়ে দিলে সন্ধ্যায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে গ্রেপ্তার হন অভিযুক্ত বায়েজিদ।
সিআইডি ঢাকার ইন্সপেক্টর মো. আব্দুল মালেকের আবেদনের প্রেক্ষিতে শরীয়তপুরের আদালত বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারকৃত আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেছেন, পদ্মা সেতুর নাট-বল্টু খুলতে সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।
“পদ্মা সেতুর নাট-বল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়। এ বিষয়ে সেতু কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানা গেছে, এত বড়ো একটা স্থাপনার নাট-বল্টু হাত দিয়ে খোলা যাবে না। এতে বোঝা যায় নাট-বল্টু হাত দিয়ে খোলা হয়নি, এখানে সরঞ্জাম ব্যবহার করা হয়েছে,” সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাসুদ এসব কথা বলেন।
গ্রেপ্তারকৃত আসামি বায়েজিদের বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
এই পুলিশ কর্মকর্তা বলেন, বায়েজিদের একটি টিকটক আইডি রয়েছে। তাঁর আরেক বন্ধু কায়সারের টিকটক আইডি থেকে গতকাল রোববার ৩০ থেকে ৩৫ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওটি আপলোড হওয়ার এক ঘণ্টার মধ্যে বায়েজিদকে শনাক্ত করা হয়। এরপর অবস্থান নিশ্চিত করে তাঁকে আটক করা হয়েছে।
তিনি বলেন, বায়েজিদ ও কায়সার দুই বন্ধু মিলে প্রাইভেট কারে করে সেতুতে যান। বায়েজিদ ড্রাইভ করছিলেন। জাজিরা প্রান্তের ৩০ থেকে ৩৫ নম্বর পিলারের মাঝামাঝি জায়গায় সেতুতে নামেন তাঁরা। এরপর সেখানে সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে ফেলেন বায়েজিদ। এই ঘটনা ভিডিও করেন তাঁর সঙ্গী।
“ভিডিওতে দেখা যায়, বায়েজিদ নাট-বল্টু হাতে নিয়ে পদ্মা সেতু নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং ব্যঙ্গ করে মানুষের অনুভূতিতে আঘাত করে,” বলেন মাসুদ।
তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা একটা অন্তর্ঘাতমূলক কাজ। এটা সাবোটাজও হতে পারে বলে মনে হচ্ছে। সিআইডি মামলাটি তদন্ত করছে।”
বায়েজিদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রাথমিকভাবে অমার তাঁর কোনো রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারিনি।”
এদিকে জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনে ২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, টিকটকে ভিডিও বানানো ওই যুবক ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বেনারকে বলেন, “বায়েজিদ কখনোই ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত ছিল না। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের সাথে তোলা বায়েজিদের কিছু ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা থেকে প্রমাণিত হয় এই যুবক ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ।”
পটুয়াখালীতে বায়েজিদের গ্রামের বাড়িতে সোমবার রাতে হামলার ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তাঁর ভাই সোহাগ মৃধা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি বলে বেনারকে জানিয়েছেন স্থানীয় এক পুলিশ কর্মকর্তা।

পদ্মা সেতু ‘সক্ষমতা আর মর্যাদার প্রতীক’
পদ্মা সেতুর উদ্বোধনের পর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে চলছে আনন্দ উৎসব। যে পথ পার হতে সময় লাগত সাত থেকে আট ঘণ্টা, তা সেতু হওয়ার কারণে লাগছে তিন থেকে চার ঘণ্টা।
এর আগে গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। সেতুর মাওয়া প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানে পদ্মা সেতুকে বাংলাদেশের ‘গর্ব, সম্মান ও মর্যাদার প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।
এসময় তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বহুল প্রতীক্ষিত সেতুটি এখন প্রমত্তা পদ্মার বুকে মাথা তুলে দাঁড়িয়েছে।
“আজ পদ্মার বুকে জ্বলে উঠেছে লাল, নীল, সবুজ, সোনালি আলোর ঝলকানি। ৪১টি স্প্যান যেন স্পর্ধিত বাংলাদেশের প্রতিচ্ছবি,” বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এই সেতু শুধু ইট-সিমেন্ট-স্টিল-লোহার কংক্রিটের একটি অবকাঠামো নয়, এ সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের সক্ষমতা আর মর্যাদার প্রতীক।
নিজস্ব অর্থায়নে নির্মিত ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর উদ্বোধনী আয়োজনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, “যদিও ষড়যন্ত্রের কারণে এই সেতুর নির্মাণ দুই বছর বিলম্বিত হয়, কিন্তু আমরা কখনো হতোদ্যম হইনি, হতাশায় ভুগিনি, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছি এবং শেষ পর্যন্ত সকল অন্ধকার ভেদ করে আমরা আলোর পথে যাত্রা করতে সক্ষম হয়েছি।”
এদিকে সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সদস্য খঃ মমতা হেনা লাভলীর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন হতে আদায়কৃত টোল দিয়ে ৩৫ বছরে ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে সরকারের দেয়া সব ঋণ পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
এ হিসেবে ২০৫৭ সাল নাগাদ টোল আদায়ের মধ্য দিয়ে পদ্মা সেতুর জন্য ব্যয়িত অর্থ উঠে যাবে।
পদ্মা সেতুতে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর
গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত হবার প্রথম দিন রোববার পদ্মা সেতুতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে।
সেতুর ওপর দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।