স্থানীয় নেতাকর্মীদের কোন্দল, বিব্রত বিএনপি

আহম্মদ ফয়েজ
2024.09.10
ঢাকা
স্থানীয় নেতাকর্মীদের কোন্দল, বিব্রত বিএনপি চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জনেরও বেশি আহত হন। আহতরা চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। ৭ সেপ্টেম্বর ২০২৪
[বেনারনিউজ]

গত ৫ আগস্টের পর থেকে এখন পযর্ন্ত দেশের বিভিন্ন স্থানে নিজেদের মধ্যে সংঘর্ষে বিএনপির বেশ কয়েকজন স্থানীয় নেতাকর্মী নিহত ও শতাধিক আহত হয়েছেন।

একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমপক্ষে ৩০ জন নেতাকর্মীকে বহিষ্কার ও শোকজ করা হয়েছে বলে বেনারকে নিশ্চিত করেছে বিএনপির প্রধান কার্যালয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বেনারকে বলেন, “অনিয়মের সঙ্গে জড়িতদের বিষয়ে বিএনপির অবস্থান কঠোর নিয়েছে। অপকর্মে যুক্ত হয়ে কেউ ছাড় পাচ্ছে না।”

রাজনীতি বিশ্লেষকেরা বলছেন, দেশের সংস্কার করতে হলে এ ধরনের রাজনৈতিক দূর্বৃত্তায়নের থেকে বের হয়ে আসতে হবে।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বেনারকে বলেন, “এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এটা রাজনৈতিক দূর্বত্তায়নের ফল।”

শেরপুরে সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেরপুরে দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষে ছাত্রদলের নেতাসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার গভীর রাতে এই সংঘর্ষের ঘটনায় আহত জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্রাবণ (৩০) মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই ঘটনায় সোমবার রাতেই আরো একজনের মৃত্যু হয়েছে বলে বেনারকে জানান শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, “রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষে অন্তত পাঁচটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।”

এর আগে গত ৬ সেপ্টেম্বর গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষেরসংঘর্ষে নিহত হন কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদুল হক (৬০)।

এই সংঘর্ষের ঘটনায় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাজমুস সাকিব খান সাংবাদিকদের বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের ফলে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

গত ২১ আগস্ট ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কবির ভূঁইয়া (৫৫) নামে একজন নিহত হন। ওই ঘটনায় আহত হন কমপক্ষে ৩০ জন।

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করে স্থানীয় গণমাধ্যমগুলো।

এছাড়া বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষ লিপ্ত হয়ে গত কয়েকদিনে চাঁদপুরে কমপক্ষে ৫০ জন, নওগাঁয়ে কমপক্ষে ২০ জন, জামালপুরে কমপক্ষে ৩০ জন, কুষ্টিয়ায় কমপক্ষে ১০ জন, কুমিল্লায় কমপক্ষে ৫ জন, নীলফামারীতে কমপক্ষে ১০ জন এবং গাজীপুরে কমপক্ষে ১০ আহতের খবর আসে গণমাধ্যমে।

দখলের অভিযোগ

সম্প্রতি প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মাদারীপুরের পৈতৃক বাড়ি দখলের তিনদিন পর এক বিএনপি নেতার হাত থেকে মুক্ত করে স্থানীয় প্রশাসন।

শনিবার কালকিনি উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার ওই ভিটা নিজের পারিবারিক জমি দাবি করে দখলে নেন।

এ বিষয়ে মাদারীপুরের কালকিনির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বেনারকে বলেন, “লেখকের পৈতৃক ভিটা ও জমি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে প্রশাসন।”

এই জমিতে কেউ যাতে অনুমতি ছাড়া প্রবেশ করতে না পারেন, সে জন্য সবাইকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে উত্তম কুমার বলেন, “দখলের সঙ্গে জড়িত থাকা ব্যক্তির বিষয়ে ব্যবস্থা নেয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”

এদিকে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার অস্থায়ী কার্যালয় দখল নিয়েছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

সেগুনবাগিচা মসজিদের পাশে থাকা আওয়ামী লীগের একটি ইউনিট কার্যালয় দখল নিয়েছে বিএনপির সংস্কৃতি বিষয়ক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা।

আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ মহানগর শাখার দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ দাবি করেন, সব অফিস বিএনপি ও সহযোগী সংগঠনগুলো দখল করে নিয়েছে।

“দেশের কোথাও আমাদের কোনো অফিস নেই। সব দখল হয়ে গেছে,” বেনারকে বলেন তিনি।

বিব্রত বিএনপি, নিয়ন্ত্রণের চেষ্টা

নানান অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নানান নিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নিয়মিত বিরতিতে বিভিন্ন পর্যায়ের নেতাকে বহিষ্কার ও শোকজ করা হচ্ছে দল থেকে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ভার্চুয়াল সভা করে সতর্ক করছেন দলের নেতা-কর্মীদের।

সর্বশেষ, দলের চাঁদপুর জেলার সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।

গত ৫ আগস্টের পর থেকে ‘দলীয় শৃঙ্খলা’ ভঙ্গের অভিযোগে কমপক্ষে ৩০ জন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার ও শোকজ করা হয়েছে বলে বেনারকে নিশ্চিত করেছে বিএনপির প্রধান কার্যালয় ।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বেনারকে বলেন, “আমরা কোনও অভিযোগ অস্বীকার করব না। তবে এটা নিশ্চিত করছি অপকর্মে যুক্ত হয়ে কেউ ছাড় পাচ্ছে না।”

অনিয়মের সঙ্গে জড়িতদের বিষয়ে বিএনপির অবস্থান কঠোর দাবি করে তিনি বলেন, “দলের সর্বোচ্চ পর্যায় থেকে পরিষ্কার বার্তা দেয়া হয়েছে, যত গুরুত্বপূর্ণ নেতাই হোন না কেন, কেউ অনিয়মে জড়ালে ছাড় নেই।”

সংঘর্ষে দলীয় কর্মীদের আহত-নিহতের ঘটনায় রিজভী বলেন, “সবগুলো বিষয়েই দল সতর্ক দৃষ্টি রাখছে।”

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।