অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার

আহম্মদ ফয়েজ ও অয়ন আমান
2024.08.07
ঢাকা
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে ঢাকা আসার জন্য প্যারিসের রোজি বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূস। ৭ আগস্ট ২০২৪।
[রয়টার্স]

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে প্যারিস থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন শান্তিতে নোবেল নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

দেশের অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার রাতে শপথ নিতে পারে বলে বুধবার ঢাকা সেনানিবাসে সাংবাদিকদের জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

“আগামীকাল বৃহস্পতিবার রাত আটটায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে,” বলেন ওয়াকার।

প্রায় ১৫ সদস্য নিয়ে অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদ গঠন হতে পারে জানিয়ে তিনি বলেন, ড. ইউনূস প্রধানমন্ত্রীর সমমর্যাদায় প্রধান উপদেষ্টা হবেন। তবে উপদেষ্টা পরিষদের অন্য সদস্য কারা হবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

বিকেলে গণমাধ্যমের সামনে আসার কিছুক্ষণ আগে তিনি ইউনূসের সাথে ফোনে কথা বলেছেন জানিয়ে সেনাপ্রধান বলেন, প্যারিস থেকে দেশে ফেরার পথে রয়েছেন প্রফেসর ইউনূস।

“আশা করছি তাঁর অধীনে আগামী সরকার বাংলাদেশকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে,” বলেন তিনি।

এ সময় এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, সোমবার আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পর লুটপাট ও নৈরাজ্যের ঘটনা ঘটেছে কারণ “পুলিশ বাহিনী সম্পূর্ণ অকার্যকর” হয়ে পড়ায় সামরিক বাহিনীর পক্ষে সৃষ্ট ‘শূন্যতা পূরণ করা’ সম্ভব ছিল না।’

“তবে আমরা অপরাধীদের বিচারের সম্মুখীন করতে সব কিছু করব,” বলেন তিনি।

IMG_5235.jpg
দেশের বিভিন্ন থানায় অগ্নিসংযোগসহ নাশকতার প্রতিবাদে পুলিশ কর্ম বিরতিতে থাকায় রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন শিক্ষার্থীরা। ৭ আগস্ট ২০২৪। [মিনহাজ উদ্দিন/বেনারনিউজ]

এদিকে দেশের সব পুলিশ সদস্যকে ৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই স্ব স্ব পুলিশ লাইন্স, দপ্তরে, পিওএম, ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

বুধবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নতুন আইজিপি।

দেশবাসীর উদ্দেশ্যে ইউনূসের বক্তব্য

বুধবার প্যারিস থেকে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন প্রফেসর ইউনূস।

ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, তিনি বলেছেন, “আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যাঁরা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।”

“আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সকলকে শান্ত থাকতে অনুরোধ করছি।”

তিনি বলেন, “অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সকলকে শান্ত থাকতে সহায়তা করুন।”

ইউনূসের মামলা খালাস

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় বুধবার শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে খালাস পেয়েছেন মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ টেলিকমের তিন কর্মকর্তা।

ইউনূসসহ অন্যদের করা আপিল গ্রহণ করে এ আদেশ দেন শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আউয়াল।

মামলায় খালাস পাওয়া অপর তিনজন হলেন; গ্রামীণ টেলিকম কর্মকর্তা মোঃ আশরাফুল হাসান, মোঃ শাহজাহান ও নুরজাহান বেগম।

চলতি বছরের প্রথম দিন ইউনূসসহ অন্যদের শ্রম আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তাদের ছয় মাসের জন্য কারাদণ্ড এবং প্রত্যেককে ত্রিশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছিল।

৮৪ বছর বয়সী ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৭০টিরও বেশি মামলা রয়েছে।

ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

3fcd9e32-5aed-401c-b365-ed28e3364af0.jpg
দেশের বিভিন্ন থানায় অগ্নিসংযোগসহ নাশকতার প্রতিবাদে পুলিশ কর্ম বিরতিতে থাকার কারণে ঢাকার শাহবাগ থানার গেটে তালা মেরে পাহারা দিচ্ছেন আনসার সদস্যরা। ০৭ আগস্ট ২০২৪। [সনি রামানী/বেনারনিউজ]

ছয় বছর পর সমাবেশে খালেদা, দল চাইল দ্রুত নির্বাচন

বুধবার ঢাকায় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে বিএনপি।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এই সমাবেশে প্রায় সাড়ে ছয় বছর পর ধারণকৃত ভিডিওর মাধ্যমে নেতা-কর্মীদের সামনে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন নিয়ে কিছু না বললেও সমাবেশে অধিকাংশ নেতাই অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি করেন।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতির কাছে আবেদন জানাব, বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। এই সরকারে যারা আসবেন, তারা তিন মাসের মধ্যে নির্বাচন করবেন; সেই ব্যবস্থা তাঁরা করবেন এবং এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাঁকে দেবো।

পুলিশের ঊর্ধ্বতন পদে রদবদল

সরকার পতনের পরপরই ব্যাপক হামলার মধ্যে পড়ার ফলে দেশের অধিকাংশ থানা পুলিশ শূন্য হয়ে পড়ার প্রেক্ষিতে ব্যাপক রদবদল আনা হয়েছে পুলিশে।

মঙ্গলবার পুলিশ প্রধান পরিবর্তনের পর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক হয়েছেন একেএম শহিদুর রহমান।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাইনুল হাসান।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে দায়িত্ব পেয়েছেন হারুন-অর-রশিদ। তিনি এর আগে র‌্যাবের মহাপরিচালক ছিলেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদত্যাগ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। 

বিক্ষুব্ধ একদল কর্মকর্তা ও কর্মচারীর বিক্ষোভ ও দাবির মুখে কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান ‘পদত্যাগ’ করেন। যদিও তাদের পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া শেষ হয়নি।

গাজীপুরে জেল থেকে পালাতে গিয়ে গুলিতে নিহত ৬

গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়ার সময় গুলিতে ৬ বন্দি নিহত হয়েছেন। এসময় কারাগার থেকে পালিয়ে গেছেন ২০৯ জন বন্দি।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করে বেনারকে বলেন, মঙ্গলবার বিকেল থেকে জেলে বিশৃঙ্খলা শুরু হয়। পরে রাতে কয়েকজন পালিয়ে যায় এবং পালানোর সময় ছয়জন নিহত হয়।

তিনি জানান, বন্দিরা কারাগার থেকে বের হওয়ার জন্য বিক্ষোভ মিছিল শুরু করে এবং ফটক ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কারারক্ষীরা তাদের নিবৃত করার চেষ্টা করলে বন্দিরা কারারক্ষীদের উপর চড়াও হয়। এক পর্যায়ে সেনাবাহিনী এসে কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন।

এদিকে সিরাজগঞ্জে জেলা কারাগার থেকে পালানোর চেষ্টা করে সহস্রাধিক বন্দি। কারাগারের ভিতরে খেলার গোলপোস্টের বারের সহায়তায় বন্দিরা লোহার গেট ভাঙার চেষ্টা করে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয় বলে সাংবাদিকদের জানান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

c2ea6e72-15cc-460e-8a93-f9759f30d1ec.jpg
সংগীত শিল্পী রাহুল আনন্দের বাড়িসহ বিভিন্ন শিল্প স্থাপনা ও শিল্পাঙ্গনে হামলার প্রতিবাদে বুধবার বিকেলে রাজধানী ঢাকার সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালার সামনে পদযাত্রা ও ধ্বংসের বিরুদ্ধে সংস্কৃতি কর্মীদের অবস্থান কর্মসূচি। ৭ জুলাই ২০২৪। [জীবন আহমেদ/বেনারনিউজ]

‘কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনতে এই আন্দোলন নয়’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন করার জন্য।

“গণ-অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে ছাত্র নাগরিকের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা। কোনো নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর ক্ষমতার আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য নয়,” বলেন তিনি।

বিবৃতিতে আরো বলা হয়, “যেকোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি, জনগণের সম্পত্তির ক্ষতি সাধন ও বিশৃঙ্খলা প্রতিহত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত আছে ও জনগণের সাথে থেকে কাজ করে যাচ্ছে।”

আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না: জয়

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন গণতান্ত্রিক এবং সবচাইতে বড়ো দল। আওয়ামী লীগ মরে যায়নি। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে।

বুধবার (৭ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। শহরের বাইরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে। অনেককে হত্যা করা হয়েছে।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে সজীব ওয়াজেদ বলেন, “আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই সাহস নিয়ে দাঁড়ান, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সঙ্গে আছি। দেশকে, আমাদের নেতা-কর্মীদের এবং আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত।”

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।