যোগাযোগ বিচ্ছিন্ন ঢাকা শান্ত, কয়েক শত গ্রেপ্তার
2024.07.22
ঢাকা

কারফিউ জারি ও সেনা মোতায়েনের তৃতীয় দিন, সোমবার ঢাকার রাস্তায় কোনো বিক্ষোভ বা সংঘর্ষ দেখা যায়নি। তবে গত দুই দিনে বিক্ষোভকারী ও বিরোধীদলের কয়েক শত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে পুলিশ ও বিএনপি সূত্রে।
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত কোটা ৩০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করে সুপ্রিম কোর্ট রায় দেবার পরদিন সোমবার বেনারনিউজের সাংবাদিকরা ঢাকায় কোনো বিক্ষোভ বা সমাবেশ দেখতে পাননি। সারা ঢাকা জুড়ে রাস্তায় ছিল সেনাবাহিনীও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি।

গুলিবিদ্ধ হয়ে আগে থেকে হাসপাতালে ভর্তি থাকা দুইজন সোমবার মারা গেছেন। বিভিন্ন হাসপাতাল সূত্র থেকে বেনারের সংগ্রহ করা তথ্যমতে এতে
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত মৃতের সংখ্যা দাঁড়ালো অন্তত ১৩৮।
গত কয়েকদিনের সহিংসতা ও চলমান কারফিউর কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ বিঘ্নিত হওয়ায় শাক সবজিসহ বিভিন্ন পণের দাম বেড়েছে বলে বেনারকে জানিয়েছেন ঢাকার খুচরা বিক্রেতারা।

পরিবার ‘কী অবস্থায় আছে জানি না’
আন্দোলনরত শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার মধ্যে ইন্টারনেট চালুর দাবি জানিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে ব্যবসায়ীরাও ইন্টারনেট চালুর দাবি জানান।
চার দিন ধরে ইন্টারনেট বন্ধ ও মোবাইল সংযোগ দুর্বল থাকায় অনেকের পক্ষে গ্যাস বিদ্যুতের বিল দিতে ভোগান্তি হচ্ছে। মোবাইলে টাকা রিচার্জ করতে পারছেন না মানুষজন। যোগাযোগ হারিয়ে ফেলেছেন গ্রামে থাকা পরিবার সদস্যদের সাথে।

“আমি থাকি ঢাকায়, পরিবার রংপুর। আমার মোবাইল ব্যালেন্স শূন্য, ওদিকে আমার স্ত্রীও ফোনে টাকা রিচার্জ করতে পারছেন না। পরিবারের সাথে কয়েকদিন কথাই বলতে পারিনি। তারা কী অবস্থায় আছে জানিও না,” বেনারকে বলেন ঢাকার মিরপুর এলাকার রিকশাচালক মোহাম্মদ মোস্তফা।

যুক্তরাষ্ট্রের উদ্বেগ
বাংলাদেশে ‘যোগাযোগ বিচ্ছিন্নতা’ নিয়ে যুক্তরাষ্ট্র ‘উদ্বিগ্ন’ বলে সোমবার ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে জানান মার্কিন পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র মেথিউ মিলার। একই সাথে গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে কারফিউ চলাকালে বিক্ষোভকারীদের ওপর ‘দেখামাত্র গুলির’ নির্দেশের নিন্দা জানান তিনি।
