ঢাকা ও খাগড়াছড়িতে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে আহত ৭৫

আহম্মদ ফয়েজ
2023.05.26
ঢাকা
ঢাকা ও খাগড়াছড়িতে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে আহত ৭৫ আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনরুদ্ধারসহ বিভিন্ন দাবিতে খাগড়াছড়িতে জেলা বিএনপির জনসমাবেশ। ২৬ মে ২০২৩।
[ফেসবুক/বিএনপি মিডিয়া সেল]

গণতান্ত্রিক পরিবেশের পাশাপাশি একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভিসা নীতি ঘোষণার দুই দিন পর শুক্রবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে প্রধান বিরোধী দল বিএনপির একাধিক সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭৫ নেতাকর্মী আহত হয়েছেন।

ঢাকা ও খাগড়াছড়ি জেলায় এসব ঘটনা ঘটে বলে রাজনৈতিক দল ও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার, বিরোধীদের দমনে বিচার বিভাগকে ব্যবহার ও আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনরুদ্ধারসহ ১০ দফা দাবি আদায়ে সম্প্রতি দেশজুড়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

এই ঘোষণার অংশ হিসেবে দলটি শুক্রবার দেশের ১৭টি স্থানে পদযাত্রা করে। এর মধ্যে ঢাকা, খাগড়াছড়ি ও বগুড়ায় সংঘর্ষ ও বাধা প্রদানের খবর পাওয়া গেছে।

সংঘর্ষে আহত ৭৫

ঢাকা ও খাগড়াছড়িতে সংঘর্ষে বিএনপি ও আওয়ামী লীগের অন্তত ৭৫ জন আহত হয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক নিপুণ রায় মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

ঢাকার কেরানীগঞ্জ এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় তিনি আহত হন। বেলা ১১টায় স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল।

সকাল পৌনে ১১টার দিকে বিএনপির একটি মিছিল আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের সামনে দিয়ে সমাবেশস্থলে যাওয়ার সময় উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বেনারকে বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো প্রকার উসকানি ছাড়াই বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে অন্তত ৫০ জনকে আহত করেছে।”

তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই মামুন সাংবাদিকদের জানান, নিপুণ রায়ের নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

তিনি বলেন, বিএনপির হামলা প্রতিহত করতে গিয়ে তাঁর দলের কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত সুপার আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, সংঘর্ষে আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি,” বলেন তিনি।

অপরদিকে, খাগড়াছড়িতে আব্দুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সেখানে জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্রমোহনসহ অন্তত ৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, বেলা সোয়া ১১টারদিকে আওয়ামী লীগের অফিসের সামনে পুলিশের সামনে এ হামলার ঘটনা ঘটে।

খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে হামলা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা জবাব দিয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বেনারকে বলেন, হামলার ঘটনায় পুলিশের কাছে কেউ অভিযোগ করেনি।

এদিকে কুমিল্লায় পদযাত্রায় যোগ দিতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ার অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির রাতের ঘুম হারাম: ওবায়দুল কাদের

যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসানীতিতে বিএনপির রাতের ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তারা ভয় পেয়ে গেছে। কারণ সেখানে (ভিসানীতিতে) যেগুলো নেগেটিভ সবই তাদের জন্য।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে কাদের এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকিদাতা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। পুলিশ বৃহস্পতিবার চাঁদকে গ্রেপ্তার করে ১০ দিনের রিমান্ডে নিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) তাকিয়ে ছিল নিষেধাজ্ঞা আসবে কবে। (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার ওপর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার আশায় আশায় কেউ যায় লন্ডনে, কেউ যায় ওয়াশিংটনে, লবিস্ট নিয়োগ করে। (যুক্তরাষ্ট্রের) ভিসানীতি এসেছে, নিষেধাজ্ঞা কই? এখানে তো নিষেধাজ্ঞার কিছু নেই।’

যুক্তরাষ্ট্র বুধবার ঘোষণা করেছে যে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনকে বিঘ্নকারী বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যান করবে ওয়াশিংটন।

সরকারি দল, কর্মকর্তাসহ অন্যান্য বিভাগের পাশাপাশি বিরোধী দলও মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নীতির তালিকায় থাকলেও বিএনপি এই নীতিতে নানাভাবে সন্তোষ প্রকাশ করছে।

দলটি মনে করে, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ভোটাধিকার পুনরুদ্ধারের জনগণের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটিয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ভোটাধিকার পুনরুদ্ধারে জনগণের দীর্ঘদিনের দাবির প্রতিফলন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্যভাবে আয়োজনে সব প্রক্রিয়া নিশ্চিত করার জন্য এবং একই সঙ্গে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, জনগণের শান্তিপূর্ণ সমাবেশ করার

স্বাধীনতা ও অধিকার চর্চাকে সহিংসভাবে দমনের যেকোনো নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার যে অবস্থান নিয়েছে, তা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের দাবি।

“এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিরই সুস্পষ্ট প্রতিধ্বনি,” বলেন ফখরুল।

সরকারের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ‘খুশি

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে মার্কিন ভিসানীতির বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ‘খুশি’ হয়েছে বলে দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় সময় গত বৃহস্পতিবারের এক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার এক প্রশ্নের জবাবে বলেন, “আমি বলব আমাদের সিদ্ধান্তকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাগত জানানোয় আমরা খুশি হয়েছি।”

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা ধরে রাখার সবচেয়ে স্থায়ী উপায় গণতন্ত্র... আমরা বাংলাদেশ সরকারের এগিয়ে যাওয়ার পথে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।”

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।