দেশের জন্য ছাত্রদের ত্যাগের প্রশংসা করলেন প্রেসিডেন্ট বাইডেন

আশীফ এন্তাজ রবি ও অ্যান্থনি এসগুয়েরা
2024.09.24
জাতিসংঘ
দেশের জন্য ছাত্রদের ত্যাগের প্রশংসা করলেন প্রেসিডেন্ট বাইডেন নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকের আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে (বামে) আলিঙ্গন করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ২৪ সেপ্টেম্বর ২০২৪।
[সৌজন্যে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন]

আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪। ইস্টার্ন সময় বিকাল ৫.৩৫।

বাংলাদেশের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার এক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ থেকে সাম্প্রতিক ছাত্র ও গণ আন্দোলনে প্রাণহানিসহ বিভিন্ন  ত্যাগের বিবরণ শুনে এই সমর্থনের কথা জানান প্রেসিডেন্ট বাইডেন।

যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সাথে গত ২৩ বছরের মধ্যে এটিই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির।

মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইউনূস-বাইডেন বৈঠকে দুই নেতা গণতান্ত্রিক মূল্যবোধ ও দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদারিত্বের ওপর জোর দিয়েছেন।

“প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে সম্পর্ক এগিয়ে নেবার বিষয়টিকে স্বাগত জানান এবং বাংলাদেশের নতুন পুনর্গঠন এজেন্ডা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাস দেন,” বলা হয় বিবৃতিতে।

বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্যের পরেই এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সরকারি তথ্যমতে, এটিই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকালে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রথম বৈঠক।

বিবৃতিতে জানানো হয়, বৈঠকে ড. ইউনূস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার কথা উল্লেখ করে “বাংলাদেশ পুনর্গঠনে” যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

এর উত্তরে প্রেসিডেন্ট বাইডেন বলেন, “শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে” তাহলে যুক্তরাষ্ট্র সরকারেরও উচিত তাদের সহযোগিতা করা।

প্রেসিডেন্ট বাইডেন ছাড়াও, জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথেও বৈঠকে মিলিত হন অধ্যাপক ইউনূস।

বার্তাসংস্থা বাসস জানায়, জাতিসংঘ অধিবেশনের যোগ দেবার জন্য স্থানীয় সময় সোমবার মধ্যরাতে নিউ ইয়র্ক এসে পৌঁছান অধ্যাপক ইউনূস।

জাতিসংঘে বিশ্বনেতাদের সাথে সাক্ষাতের সময় তাঁদেরকে বাংলাদেশের গণ অভ্যুত্থানের ওপর শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি-সংবলিত  বই ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ উপহার দেন তিনি।

ছাত্র ও গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর গত ৫ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। দায়িত্ব নেবার পরে এটিই তাঁর প্রথম বিদেশ সফর।

এ সপ্তাহের শেষের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদে অধ্যাপক ইউনূসের বক্তব্য দেবার কথা রয়েছে বলে জানিয়েছে সরকারি বার্তাসংস্থা বাসস।

রোহিঙ্গা সহায়তায় যুক্তরাষ্ট্রের ১৯৯ মিলিয়ন ডলার

রোহিঙ্গাদের জন্য মঙ্গলবার নতুন প্রায় ১৯৯ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকট সংক্রান্ত  এক পৃথক বৈঠকে এই সহায়তার ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

এই সহায়তার অর্থ শরণার্থীদের নিরাপত্তা, আবাসন, খাদ্য ছাড়াও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি এবং শিক্ষা ও প্রশিক্ষণ খাতে ব্যবহার করা হবে বলে জানানো হয় বিবৃতিতে।

এতে জানানো হয়, ২০১৭ সালের আগস্টের পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য আড়াই বিলিয়নের বেশি অর্থ সহায়তা দিয়েছে।

…………………………

আপডেট: প্রতিবেদনে হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতি যোগ করা হলো।

 

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।