হাজারো স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে ঢাকার ‘প্যারিস খাল’ উদ্ধার

সুদীপ্ত সালাম
2024.02.12
ঢাকা
01.jpg

রাজধানীর মিরপুরে প্যারিস খালের আগের চিত্র। কয়েক ফুট আবর্জনা স্তূপের নিচে পানি চলাচলের পথ প্রায় পুরোটাই বন্ধ হয়ে ছিল। ৩১ জানুয়ারি, ২০২৪। [বেনারনিউজ]

02.jpg

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যারিস খাল উদ্ধার অভিযানে অংশ নেন এক হাজারের বেশি তরুণ স্বেচ্ছাসেবী। ২ ফেব্রুয়ারি ২০২৪। [বেনারনিউজ]

03.jpg

এক্সকাভেটর ব্যবহার করে প্যারিস খালের তলায় জমে থাকা ময়লা সরানো হচ্ছে। ৮ ফেব্রুয়ারি ২০২৪। [সুদীপ্ত সালাম/বেনারনিউজ]

04.jpg

খালের দুই পাশে বেশ কিছু স্থাপনা ভেঙে ফেলা হলেও খালের ওপর থাকা ঘরগুলোতে এখনো বসবাস করছে অনেক পরিবার। এমনই এক পরিবারের এক নারী আবর্জনায় ভরা খালের পাশে থালাবাসন পরিষ্কার করছেন। ৮ ফেব্রুয়ারি ২০২৪। [সুদীপ্ত সালাম/বেনারনিউজ]

05.jpg

কিছু অবৈধ স্থাপনা ভাঙা ও ময়লা পরিষ্কার করার পর স্পষ্ট হয়েছে ঢাকার ‘প্যারিস খালের’ অবয়ব। ৮ ফেব্রুয়ারি, ২০২৪। [সুদীপ্ত সালাম/বেনারনিউজ]

রাজধানীর মিরপুর-১০ মোড় থেকে উত্তর-পূর্ব দিকেই প্যারিস রোড। এই সড়কের পাশেই ‘প্যারিস খাল’। বেদখল হয়ে যাবার কারণে এক সময়ের ৪০ ফুট চওড়া খালটি পরিণত হয়েছিল নালায়। খালের ওপর ছিল কয়েক ফুট আবর্জনার স্তর, স্থানে স্থানে অবৈধ স্থাপনা।

খালের ওপরে থাকা অবৈধ স্থাপনার কিছু অংশ ভেঙে সম্প্রতি খালটি উদ্ধার ও পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। খাল পরিষ্কারে অংশ নিয়েছেন প্রায় ১,২০০ স্বেচ্ছাসেবী।

খালের দুই পাশ দখল করে গড়ে উঠেছে বস্তি। বস্তি পুরোপুরি উচ্ছেদ করা হয়নি, বস্তিবাসীদের অবিলম্বে সরে যেতে বলা হয়েছে। তাঁরা সরে গেলেই পুরোপুরিভাবে দখলমুক্ত হবে ‘প্যারিস খাল’।

পুরোপুরি উদ্ধারের পর খাটির পাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশন।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।