হাজারো স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে ঢাকার ‘প্যারিস খাল’ উদ্ধার
সুদীপ্ত সালাম
2024.02.12
ঢাকা
2024.02.12
ঢাকা
রাজধানীর মিরপুর-১০ মোড় থেকে উত্তর-পূর্ব দিকেই প্যারিস রোড। এই সড়কের পাশেই ‘প্যারিস খাল’। বেদখল হয়ে যাবার কারণে এক সময়ের ৪০ ফুট চওড়া খালটি পরিণত হয়েছিল নালায়। খালের ওপর ছিল কয়েক ফুট আবর্জনার স্তর, স্থানে স্থানে অবৈধ স্থাপনা।
খালের ওপরে থাকা অবৈধ স্থাপনার কিছু অংশ ভেঙে সম্প্রতি খালটি উদ্ধার ও পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। খাল পরিষ্কারে অংশ নিয়েছেন প্রায় ১,২০০ স্বেচ্ছাসেবী।
খালের দুই পাশ দখল করে গড়ে উঠেছে বস্তি। বস্তি পুরোপুরি উচ্ছেদ করা হয়নি, বস্তিবাসীদের অবিলম্বে সরে যেতে বলা হয়েছে। তাঁরা সরে গেলেই পুরোপুরিভাবে দখলমুক্ত হবে ‘প্যারিস খাল’।
পুরোপুরি উদ্ধারের পর খাটির পাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশন।