মহামারি কেটে যাওয়ায় আদি ছন্দে দুই বাংলার দুর্গোৎসব

শরীফ খিয়াম ও পরিতোষ পাল
2022.10.03
ঢাকা ও কলকাতা
SS01_Puja_14_Paul.JPG

দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাব মণ্ডপের নান্দনিক দুর্গা প্রতিমা। ২৫ সেপ্টেম্বর ২০২২। [পরিতোষ পাল/বেনারনিউজ]

SS02_Puja_03_Mehedi.jpg

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। এদিন এক কন্যাশিশুকে দেবীরূপে সাজিয়ে পূজা-অর্চনা করা হয়। কুমারী পূজার এই ছবিটি ঢাকার গোপীবাগের রামকৃষ্ণ মিশন থেকে তোলা। ৩ অক্টোবর ২০২২। [বেনারনিউজ]

SS03_Puja_13_Paul.jpg

কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে লাল কেল্লার আদলে তৈরি পূজা মণ্ডপে লেজার শোর মাধ্যমে ভারতের স্বাধীনতার ইতিহাস দেখছেন দর্শনার্থীরা। ২ অক্টোবর ২০২২। [পরিতোষ পাল/বেনারনিউজ]

SS04_Puja_23_Sunil.jpg

কক্সবাজারের ঘোনারপাড়ায় কৃষ্ণানন্দ ধামের পূজা মণ্ডপ। ৩ অক্টোবর ২০২২। [সুনীল বড়ুয়া/বেনারনিউজ]

SS05_Puja_12_Jibon.jpeg

ঢাকার রমনা কালী মন্দিরের মণ্ডপের সামনে মুঠোফোনে পূজা উৎসবের ‘সেলফি’ তুলছেন দর্শনার্থীরা। ৩ অক্টোবর ২০২২। [বেনারনিউজ]

SS06_Puja_16_Paul.JPG

কলকাতার ত্রিধারা সংঘের দুর্গাপূজা মণ্ডপে পুণ্যার্থী ও ছবিশিকারীদের ভিড়। ২৮ সেপ্টেম্বর ২০২২। [পরিতোষ পাল/বেনারনিউজ]

SS07_Puja_09_Munni.jpeg

ঢাকার রমনা কালী মন্দির মণ্ডপে দুর্গার বেশে সজ্জিত এক শিশুর পাশে নিজের ছেলেকে দাঁড় করিয়ে ছবি তুলছেন এক পিতা। ৩ অক্টোবর ২০২২। [সাবরিনা ইয়াসমীন/বেনারনিউজ]

SS08_Puja_08_Munni.jpeg

প্রতিমাকে বৃষ্টি থেকে বাঁচাতে পলিথিনে মুড়িয়ে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন ঢাকার রমনা কালী মন্দিরের এক স্বেচ্ছাসেবক। ৩ অক্টোবর ২০২২। [সাবরিনা ইয়াসমীন/বেনারনিউজ]

করোনা সংক্রমণ কমে আসায় দুই বছর পর ফের আদি ছন্দে ফিরেছে বাংলাদেশ ও ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উৎসব। দুই বাংলায় এবার পহেলা অক্টোবর শুরু হয়েছে দুর্গাপূজা।

গত বছর দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক সহিংসতা হওয়ার কারণে এবার ঢাকাসহ পুরো বাংলাদেশের প্রায় প্রতিটি মণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

সরকারি দপ্তর ও পূজা আয়োজকদের তথ্যমতে এবার পশ্চিমবঙ্গে ৪৩ হাজারে বেশি ও বাংলাদেশে ৩২ হাজারের বেশি মণ্ডপে পূজা হচ্ছে।

গত ডিসেম্বরে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি পাওয়ায় এবার বহু বিদেশি পর্যটক কলকাতায় পূজা দেখতে আসছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।