হাইকোর্টের তিন বিচারপতিকে বিচারকাজ থেকে প্রত্যাহার

পুলক ঘটক
2019.08.22
ঢাকা
হাইকোর্টের তিন বিচারপতিকে  বিচারকাজ থেকে প্রত্যাহার হাইকোর্টের সামনে নিরাপত্তারক্ষী। ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০১৮।
ছবি: মেঘ মনির

বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে বিচারকার্য থেকে সরিয়ে দেয়া হয়েছে।

“রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পরামর্শক্রমে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাঁদের বিচারকার্য থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছেন,” বেনারকে বলেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান। তাঁদের ব্যাপারে তদন্ত চলছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে কোন তিনজন বিচারপতিকে বিচারকার্য থেকে অব্যাহতি দেয়া হয়েছে তা বলতে রাজি হননি সুপ্রিম কোর্টের এই বিশেষ কর্মকর্তা।

বৃহস্পতিবার হাইকোর্টের কার্যতালিকায় অন্যান্য সকল বিচারকের নাম ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকলেও  তিনজন বিচারপতির নাম ছিল না।

এ বিষয়ে সাইফুর রহমান বলেন, “তাঁদের নাম আজকের কজলিস্টে নেই। আমি এ টুকুই জানি। তাঁরা ছুটিতে আছেন। এর বেশিকিছু বলতে চাই না।”

তিন বিচারপতির বিরুদ্ধে এ রকম ব্যবস্থা নেয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, “তিন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের প্রেক্ষাপটে রাষ্ট্রপতি তাদের বিচারকার্যক্রম থেকে বিরত রাখার পরামর্শ দেন। এই সিদ্ধান্তের কথা তাঁদের অবহিত করা হলে তাঁরা ছুটির আবেদন করেছেন।”

কী বিষয়ে তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে জানতে চাইলেও তা প্রকাশ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট প্রশাসন।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বেনারকে বলেন, “হাইকোর্টের তিন বিচারকের ব্যাপারে তদন্ত চলছে। তাদের বিচারকার্য থেকে বিরত রাখার বিষয়েও সুপ্রিম কোর্ট প্রশাসন আমাকে জানিয়েছে। বিষয়টি রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির এখতিয়ারভুক্ত । তাই এ বিষয়ে আর কিছু বলব না।”

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বেনারকে বলেন, “কর্তব্যরত কোনো বিচারকের বিরুদ্ধে অসাধুতার অভিযোগ উঠলে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়াই উচিৎ। কাজেই তিনজন বিচারপতির ব্যাপারে প্রধান বিচারপতি যে পদক্ষেপ নিয়েছেন তাকে আমরা স্বাগত জানাই।”

“কোনও বিচারকের কার্যক্রমে আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার সম্ভাবনা থাকলে বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখার জন্য প্রধান বিচারপতি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকলে তা অগ্রহণযোগ্য হবে না,” বেনারকে বলেন দেশের প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।