মানবপাচারের দায়ে যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি দোষী সাব্যস্ত

বেনারনিউজ স্টাফ
2019.08.27
ওয়াশিংটন ডিসি
190827_us_bangladeshi_1000.JPG যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যবর্তী রিও গ্রান্ডি নদীর তীরে পাহারা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের একজন সীমান্তরক্ষী। এই নদীপথেই মেক্সিকো থেকে অবৈধভাবে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে পাচার করতেন মোক্তার হোসেন। ২৮ মার্চ ২০১৩।
[রয়টার্স]

মানবপাচারের দায়ে এক বাংলাদেশিকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের আদালত।

মোক্তার হোসেন (৩১) নামের এই বাংলাদেশি মেক্সিকো থেকো টেক্সাস সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে পাচারের সাথে যুক্ত ছিলেন বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানায় দেশটির ডিপার্টমেন্ট অব জাস্টিস।

এতে বলা হয়, মোক্তার ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত অর্থের বিনিময়ে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে পাচারের কথা স্বীকার করেছেন।

মোক্তার মেক্সিকোর মন্টেরির বাসিন্দা ছিলেন। তিনি সেখান থেকে কার্যক্রম পরিচালনার পাশাপাশি অভিবাসীদের যুক্তরাষ্ট্রে পাঠানোর আগে সেখানে এনে জড়ো করতেন বলেও জানানো হয় বিবৃতিতে।

এতে বলা হয়, মোক্তার অভিবাসীদের পরিবহনের জন্য গাড়ির চালকদের অর্থ পরিশোধ করা এবং কীভাবে তাঁদের রিও গ্রান্ডি নদী পার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করানো হবে তারও নির্দেশনা দিতেন।

মোক্তারকে টেক্সাসের সাউদার্ন ডিস্ট্রিক্ট জাজ ডিয়ানা সালডানার আদালত দোষী হিসেবে সাব্যস্ত করে। তবে তাঁর কারাদণ্ডের মেয়াদ এখনো ঘোষণা করা হয়নি। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী কোনো অপরাধে কাউকে দোষী সাব্যস্ত করা হলে পরবর্তী সময়ে দণ্ডের মেয়াদ ঘোষণা করা হয়।

মোক্তারকে ২০১৮ সালের ২৯ নভেম্বর মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্র অবতরণের পর টেক্সাসের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে মোক্তার মোট ১৪ জন বাংলাদেশিকে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে পাচারের কথা স্বীকার করেন বলে সে সময় এক বিবৃতিতে জানায় ডিপার্টমেন্ট অব জাস্টিস।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।