বাংলাদেশে উগ্রবাদী জঙ্গিদের হামলায় ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে দশ জনের বেশি লেখক, প্রকাশক, শিক্ষক ও সমকামী অধিকারকর্মীর মৃত্যু হয়েছে। তথাকথিত ইসলামিক স্টেট এইসব হত্যাকাণ্ডের কয়েকটির দায় স্বীকার করেছে। তবে বাংলাদেশ কর্তৃপক্ষের মতে, এইসব হত্যাকাণ্ডের জন্য উপমহাদেশীয় আল কায়েদা সংশ্লিষ্ট আনসারউল্লা বাংলা টিম দায়ী।