হলি আর্টিজানে নিহত বিদেশিদের পরিবারকে ক্ষতিপূরণ পৌঁছে দেবে বাংলাদেশ
ক্ষতিপূরণ পাননি হলি আর্টিজানের নিহত দুই কর্মচারীর পরিবার
শ্রদ্ধা ও ভালোবাসায় হলি আর্টিজানে নিহতদের স্মরণ
কুষ্টিয়ায় জঙ্গি আস্তানা থেকে তিন নারী জঙ্গি গ্রেপ্তার।
হলি আর্টিজান হামলা দেশের জন্য এক ‘টার্নিং পয়েন্ট’: স্বরাষ্ট্রমন্ত্রী
“জনগণের সহায়তায় নিরাপত্তা বাহিনী জঙ্গিদের গুঁড়িয়ে দিয়েছে।”
হলি আর্টিজানে জঙ্গি হামলা: বছর ঘুরলেও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিদেশিরা
চলমান জঙ্গিবিরোধী অভিযান নিরাপত্তা ঝুঁকি থাকারই ইঙ্গিত দেয়।
হলি আর্টিজান হামলার এক বছর
এই ঘটনায় বাংলাদেশেও আইএসের উপস্থিতির বিষয়টি আলোচনায় আসে
হলি আর্টিজান সংক্রান্ত সব অভিযোগ থেকে মুক্ত তাহমিদ
পুলিশকে সহযোগিতা না করার মামলায়ও খালাস পেয়েছেন রোববার।
গুলশান হামলার অস্ত্র সরবরাহকারী মিজানও পুলিশের কবজায়
মিজান আম বোঝাই করা গাড়িতে অস্ত্রগুলো ঢাকায় এনেছিল।
ভিন্ন ঠিকানায় জঙ্গি হামলার সাক্ষী হলি আর্টিজান
এখন দেশবাসী বিশ্বাস করে যে, এ দেশে আর কোনও ১ জুলাই ফিরে আসবে না।
গুলশান হামলার অপারেশন কমান্ডার মারজানসহ দুজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত
‘বন্দুকযুদ্ধে’ মারজান ও সাদ্দাম নিহত হওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
হাসনাতের জামিন আবার নাকচ, ৬ মাসেও অভিযোগ গঠন হয়নি
দেশে–বিদেশে আলোচিত ওই জঙ্গি হামলার ঘটনার ছয় মাস পরও হাসনাত করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি।
বিদায়ী বছরে জঙ্গি হামলায় ৪৭ ব্যক্তি এবং অভিযানে ৩৪ জঙ্গি নিহত
জঙ্গি হামলায় ২০১৩ সালে নয়জন, ২০১৪ সালে তিনজন, ২০১৫ সালে ২৫ জন এবং ২০১৬ সালে ৪৭ জন নিহত হয়েছেন।
তামিমসহ তিন জঙ্গির মরদেহ বেওয়ারিশ হিসেবেই দাফন
হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালাতে জঙ্গিরা মোট আট লাখ টাকা খরচ করেছিল।
আইএসের অনুমতি নিয়েই গুলশানের রেস্তোরাঁয় হামলা চালায় তামিম
এদিকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাব ও পুলিশ প্রধানেরা একবাক্যে বাংলাদেশে আইএসের উপস্থিতি নাকচ করে যাচ্ছেন।
মালিকপক্ষ প্লট বুঝে পেলেও ওই স্থানে থাকছে না হলি আর্টিজান
গত ১ জুলাই জঙ্গি হামলার পর কিচেন রেস্তোরাঁ ও হলি আর্টিজান বেকারি গত রোববার দুপুর পর্যন্ত পুলিশের পাহারায় ছিল। ওই দিন বিকেলে মালিকপক্ষের কাছে প্লটটি হস্তান্তর করা হয়। তবে প্লট বুঝে পেলেও হলি আর্টিজান বেকারি সরিয়ে নিতে হবে অন্য স্থানে।
জঙ্গি তামিমের ডিএনএ নমুনা বাবা ও বোনের সঙ্গে মিলেছে
নারায়ণগঞ্জে পুলিশের জঙ্গি দমন অভিযানে নিহত তামিমের ডিএনএ নমুনা কানাডায় অবস্থানরত তার বাবা ও বোনের ডিএনএ নমুনার সঙ্গে মিলেছে। নিহত ব্যক্তিই যে তামিম চৌধুরী আইনগতভাবে তা এখন নিশ্চিত।
গুলশান হামলার ঘটনায় ৪ অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার
নব্য জেএমবির ব্যবহার করা গ্রেনেডের ডেটোনেটর, জেল ও অস্ত্র ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা হতো।