স্বাগত রমজান
2019.05.06
রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই সারা বিশ্বের সাথে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের কোটি কোটি মুসলিম ইসলামের অন্যতম কর্তব্য মাসব্যাপী রোজা পালন শুরু করেছেন।
এশিয়ার অনেক দেশে রোববার তারাবির নামাজ পড়ে সোমবার থেকে রোজা পালন শুরু করেছেন মুসলিমরা। তবে বাংলাদেশে রোজা শুরু হবে মঙ্গলবার থেকে।
রোজায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো মাস উপবাসে অতিবাহিত করবেন মুসলিমরা।
ইসলামি চন্দ্রবর্ষের পঞ্জিকা অনুযায়ী বছরের নবম মাসে মুসলিমরা রোজা পালন করে থাকেন। এই মাসেই নবী মোহাম্মদের কাছে কোরান অবর্তীর্ণ হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক হারুন অর রশিদ বলেন, পবিত্র রমজানের মূল শিক্ষা দুটি; কৃচ্ছ্র সাধন ও তাকওয়া।
“কৃচ্ছ্রসাধন অর্থ দৈনন্দিন জীবনে ভোগ-বিলাস ত্যাগ করা। আর তাকওয়া মানে যে কোনো পাপ কাজ থেকে বিরত থাকা, অর্থাৎ মিথ্যা বলা, হানাহানি ও রক্তপাত থেকে বিরত থাকা।”
প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন ইন্দোনেশিয়া থেকে আমি আফ্রিয়াতনি, আফ্রিয়াদি হিকমাল ও নূরদিন হাসান। মালয়েশিয়া থেকে এস. মাহফুজ। থাইল্যান্ড থেকে মরিয়ম আহমাদ ও মাতাহারি ইসমাইল, ফিলিপাইন থেকে জেফরি মেইটেম এবং বাংলাদেশ থেকে মেঘ মনির ও প্রাপ্তি রহমান।