স্বাগত রমজান

বেনারনিউজ স্টাফ
2019.05.06
190506-ramadan-ss-1.jpg

মালয়েশিয়ার পুত্রজায়ায় দূরবিন দিয়ে রমজানের চাঁদ দেখছেন দেশটির কর্মকর্তারা। ৫ মে ২০১৯। [এস মাহফুজ/বেনারনিউজ]

190506-ramadan-ss-2.jpg

রমজানের চাঁদ দেখার অপেক্ষায় থাইল্যান্ডের পাতানি প্রদেশের মুসলমনারা। ৫ মে ২০১৯। [মরিয়ম আহমাদ/বেনারনিউজ]

190506-ramadan-ss-3.jpg

ইন্দোনেশিয়ার ঐতিহ্য অনুযায়ী রমজান শুরুর আগে জাকার্তার কারেট গোরস্তানে আত্মীয়দের কবরে প্রার্থনা করছে একটি পরিবার। ৫ মে ২০১৯। [আফ্রিয়াদি হিকমল/বেনারনিউজ]

190506-ramadan-ss-4.JPG

তারাবি নামাজের জন্য ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পরিস্কার করা হচ্ছে। ৬ মে ২০১৯। [মেঘ মনির/বেনারনিউজ]

190506-ramadan-ss-5.jpg

মালয়েশিয়ার পুত্রজায়ায় সুলতান জয়নাল আবেদিন মসজিদে তারাবির নামাজ পড়ছেন মুসল্লিরা। ৫ মে ২০১৯। [এস মাহফুজ/বেনারনিউজ]

190506-ramadan-ss-6.jpg

জাকার্তার ইশতিকলাল মসজিদে তারাবির নামাজ পড়ছেন মুসলিম নারীরা। ৫ মে ২০১৯। [আফ্রিয়াদি হিকমল/বেনারনিউজ]

190506-ramadan-ss-7.JPG

ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ পড়ছে এক তরুণ। [৬ মে ২০১৯। [মেঘ মনির/বেনারনিউজ]

190506-ramadan-ss-8.jpg

ইন্দোনেশিয়ার বানদা আচে প্রদেশের বাইতুর রহমান মসজিদে মা তারাবির নামাজ পড়ার সময় ঘুমিয়ে পড়েছে একটি শিশু। ৫ মে ২০১৯। [নূরদিন হাসান/বেনারনিউজ]

190506-ramadan-ss-9.JPG

রমজান শুরুর আগের দিন ঢাকার ইফতারি বাজারে ক্রেতাদের ভিড়। ৬ মে ২০১৯। [মেঘ মনির/বেনারনিউজ]

190506-ramadan-ss-11.JPG

থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশের একটি ইফতারি বাজারে ক্রেতাদের ভিড়। ৬ মে ২০১৯। [মাতাহারি ইসমাইল/বেনারনিউজ]

190506-ramadan-ss-11.JPG

তারাবির নামাজ পড়ছেন ফিলিপাইনের মাগুইনদানাও প্রদেশের দাতু সৌদি আমপাতুয়ান শহরের মুসলিমরা। ৫ মে ২০১৯। [জেফরি মেইটেম/বেনারনিউজ]

190506-ramadan-ss-12.JPG

ফিলিপাইনের মাগুইনদানাও প্রদেশের দাতু সৌদি আমপাতুয়ান শহরের একটি মসজিদ। ৫ মে ২০১৯। [জেফরি মেইটেম/বেনারনিউজ]

রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই সারা বিশ্বের সাথে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের কোটি কোটি মুসলিম ইসলামের অন্যতম কর্তব্য মাসব্যাপী রোজা পালন শুরু করেছেন।

এশিয়ার অনেক দেশে রোববার তারাবির নামাজ পড়ে সোমবার থেকে রোজা পালন শুরু করেছেন মুসলিমরা। তবে বাংলাদেশে রোজা শুরু হবে মঙ্গলবার থেকে।

রোজায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো মাস উপবাসে অতিবাহিত করবেন মুসলিমরা।

ইসলামি চন্দ্রবর্ষের পঞ্জিকা অনুযায়ী বছরের নবম মাসে মুসলিমরা রোজা পালন করে থাকেন। এই মাসেই নবী মোহাম্মদের কাছে কোরান অবর্তীর্ণ হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক হারুন অর রশিদ বলেন, পবিত্র রমজানের মূল শিক্ষা দুটি; কৃচ্ছ্র সাধন ও তাকওয়া।

“কৃচ্ছ্রসাধন অর্থ দৈনন্দিন জীবনে ভোগ-বিলাস ত্যাগ করা। আর তাকওয়া মানে যে কোনো পাপ কাজ থেকে বিরত থাকা, অর্থাৎ মিথ্যা বলা, হানাহানি ও রক্তপাত থেকে বিরত থাকা।”

প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন ইন্দোনেশিয়া থেকে আমি আফ্রিয়াতনি, আফ্রিয়াদি হিকমাল ও নূরদিন হাসান। মালয়েশিয়া থেকে এস. মাহফুজ। থাইল্যান্ড থেকে মরিয়ম আহমাদ ও মাতাহারি ইসমাইল, ফিলিপাইন থেকে জেফরি মেইটেম এবং বাংলাদেশ থেকে মেঘ মনির ও প্রাপ্তি রহমান।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।