এশিয়ায় স্বাগত রমজান
বেনার নিউজ স্টাফ
2017.05.30
ওয়াশিংটন ডিসি
2017.05.30
ওয়াশিংটন ডিসি
ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের কোটি কোটি মুসলিম ইসলামের অন্যতম কর্তব্য মাসব্যাপী রোজা পালন শুরু করেছেন।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো মাস তাঁরা উপবাসে অতিবাহিত করবেন।
দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় শুক্রবার তারাবির নামাজ পড়ে শনিবার থেকে রোজা পালন শুরু করেছেন মুসলিমরা।
ইসলামি চন্দ্রবর্ষের পঞ্জিকা অনুযায়ী বছরের নবম মাসে মুসলিমরা রোজা পালন করে থাকেন। এই মাসেই নবী মোহাম্মদের কাছে কোরান অবর্তীর্ণ হয়েছিল।