দেশহীন শরণার্থী রোহিঙ্গা শিশুরা

রোহিত ওয়াধওয়ানি
2018.01.11
কক্সবাজার
কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে ত্রাণের জন্য অপেক্ষা করছে রোহিঙ্গা শিশুরা।

কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে ত্রাণের জন্য অপেক্ষা করছে রোহিঙ্গা শিশুরা। ৭ নভেম্বর ২০১৭। রোহিত ওয়াধওয়ানি/বেনারনিউজ

উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের সামনে ত্রাণের শীতবস্ত্রের জন্য অপেক্ষা করছে রোহিঙ্গা শিশুরা।

উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের সামনে ত্রাণের শীতবস্ত্রের জন্য অপেক্ষা করছে রোহিঙ্গা শিশুরা। ৭ জানুয়ারি ২০১৮। তুষার তুহিন/বেনারনিউজ

গত বছর রাখাইন রাজ্যের সহিংসতায় বাবা, মা ও ভাইকে হারিয়ে কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ১৫ বছরের রোহিঙ্গা কিশোরী ইয়াসমিন।

গত বছর রাখাইন রাজ্যের সহিংসতায় বাবা, মা ও ভাইকে হারিয়ে কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ১৫ বছরের রোহিঙ্গা কিশোরী ইয়াসমিন। ১ নভেম্বর ২০১৭। রোহিত ওয়াধওয়ানি/বেনারনিউজ

কুতুপালং শরণার্থী শিবিরে ভাত খাচ্ছে এক উদ্বাস্তু রোহিঙ্গা কন্যাশিশু।

কুতুপালং শরণার্থী শিবিরে ভাত খাচ্ছে এক উদ্বাস্তু রোহিঙ্গা কন্যাশিশু। ২৮ অক্টোবর ২০১৭। রোহিত ওয়াধওয়ানি/বেনারনিউজ

দোকান থেকে ডিম কিনে উখিয়ার কুতুপালং আমতলি শরণার্থী শিবিরে ফিরে যাচ্ছে এক রোহিঙ্গা শিশু।

দোকান থেকে ডিম কিনে উখিয়ার কুতুপালং আমতলি শরণার্থী শিবিরে ফিরে যাচ্ছে এক রোহিঙ্গা শিশু। ৭ জানুয়ারি ২০১৮। তুষার তুহিন/বেনারনিউজ

নতুন আসা রোহিঙ্গা শিশুরা খেতে বসেছে কুতুপালং শরণার্থী শিবিরে।

নতুন আসা রোহিঙ্গা শিশুরা খেতে বসেছে কুতুপালং শরণার্থী শিবিরে। ২৮ অক্টোবর ২০১৭। রোহিত ওয়াধওয়ানি/বেনারনিউজ

কুতুপালং শরণার্থী শিবিরে স্থাপিত একটি শিশু কেন্দ্রে কয়েকটি রোহিঙ্গা শিশু।

কুতুপালং শরণার্থী শিবিরে স্থাপিত একটি শিশু কেন্দ্রে কয়েকটি রোহিঙ্গা শিশু। ১ নভেম্বর ২০১৭। রোহিত ওয়াধওয়ানি/বেনারনিউজ

মিয়ানমারে সহিংসতায় আহত শিশুসহ নাফ নদী পেরিয়ে টেকনাফের মকপাড়ায় খোলা আকাশে নিচে আশ্রয় নিয়েছে নতুন আসা এক রোহিঙ্গা পরিবার।

মিয়ানমারে সহিংসতায় আহত শিশুসহ নাফ নদী পেরিয়ে টেকনাফের মকপাড়ায় খোলা আকাশে নিচে আশ্রয় নিয়েছে নতুন আসা এক রোহিঙ্গা পরিবার। ৮ জানুয়ারি ২০১৮। আবদুর রহমান/বেনারনিউজ

কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে অনেক ভিড়ের কারণে ত্রাণের খাবার সংগ্রহে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে একটি রোহিঙ্গা শিশু।

কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে অনেক ভিড়ের কারণে ত্রাণের খাবার সংগ্রহে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে একটি রোহিঙ্গা শিশু। ১ নভেম্বর ২০১৭। রোহিত ওয়াধওয়ানি/বেনারনিউজ

কুতুপালং শরণার্থী শিবিরের কাছে পান সুপারি বিক্রি করছে অনাথ রোহিঙ্গা শিশুরা।

কুতুপালং শরণার্থী শিবিরের কাছে পান সুপারি বিক্রি করছে অনাথ রোহিঙ্গা শিশুরা। ৩০ অক্টোবর ২০১৭। রোহিত ওয়াধওয়ানি/বেনারনিউজ

উদ্বাস্তু জীবনের সব যন্ত্রণা ভুলে টেকনাফের একটি শরণার্থী শিবিরে ক্যামেরার সামনে হাস্যোজ্বল কয়েকটি রোহিঙ্গা শিশু।

উদ্বাস্তু জীবনের সব যন্ত্রণা ভুলে টেকনাফের একটি শরণার্থী শিবিরে ক্যামেরার সামনে হাস্যোজ্বল কয়েকটি রোহিঙ্গা শিশু। ১ নভেম্বর ২০১৭। রোহিত ওয়াধওয়ানি/বেনারনিউজ

নিজের পরিবার সম্পর্কে জিজ্ঞেস করলে কক্সবাজারের একটি রোহিঙ্গা শিবিরে একেবারে উদাস চোখে তাকিয়ে থাকে ১৫ বছরের কিশোরী ইয়াসমিন।

“প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছে মেয়েটা,” নির্বাক ইয়াসমিনের পক্ষে বেনারকে বলেন আরেক শরণার্থী নারী রাশিদা বেগম (৫০)।

উদ্বাস্তু জীবনে পিতৃ-মাতৃহীন ইয়াসমিনের বর্তমান অভিভাবক রাশিদা ছিলেন মিয়ানমারে তার প্রতিবেশী।

রাশিদা জানান, আগস্টের ২৫ তারিখ রোহিঙ্গা বিদ্রোহীরা মিয়ানমার পুলিশের কয়েকটি ফাড়িতে হামলার পর যখন দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা গ্রামে সহিংস অভিযান শুরু করে তখন ইয়াসমিন নিজের চোখে তার বাবা, মা ও ভাইকে হত্যার ঘটনা দেখেছে।

কক্সবাজারের প্রতিটি শরণার্থী শিবিরেই ইয়াসমিনের মতো অংসখ্য ভীত ও আতঙ্কিত রোহিঙ্গা শিশুরা বাসবাস করছে। তারা সহিংসতা থেকে বাঁচতে পারলেও চোখের সামনে স্বজনদের হত্যার ঘটনা কোনোভাবে ভুলতে পারছে না।

গত আগস্টের পর রাখাইন রাজ্যের সহিংসতায় এখন পযর্ন্ত সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের সংস্থাগুলোর মতে, নতুন আসা শরণার্থীদের অন্তত ৬০ ভাগই শিশু। মোট সাড়ে তিন লাখের মতো শরণার্থী শিশুদের মধ্যে প্রায় ১৫ হাজার সহিংসতায় তাদের বাবা, মা অথবা দু'জনকেই হারিয়েছে।

ইউনিসেফের মতে, পাঁচ বছরের কম বয়েসি অন্তত ২০ হাজার রোহিঙ্গা শিশু বিভিন্নভাবে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

শরণার্থী শিশুদের ভয় ও আতঙ্ক কাটিয়ে উঠতে সহায়তা করার জন্য রোহিঙ্গা শিবিরগুলোতে কয়েক শ শিশু কেন্দ্র চালু করা হয়েছে বলে বেনারকে জানান কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন।

“নাচ, গান এবং অংশগ্রহণমূলক বিভিন্ন খেলার মাধ্যমে আমরা চেষ্টা করছি তাদের মন থেকে ভয়াবহ স্মৃতিগুলো মুছে দিতে,” বেনারকে বলেন ইউনিসেফের মুখপাত্র ফারিয়া সেলিম।

কক্সবাজার থেকে তথ্য দিয়ে সহায়তা করেছেন তুষার তুহিন ও আবদুর রহমান।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।